শেষ আপডেট: 8th January 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতদিন পার হওয়ার আগেই এই শিবির থেকে ১ লক্ষের বেশি মানুষ নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে দাবি করলেন অভিষেক। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সাংসদ জানিয়েছেন, ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে সেবাশ্রয় শিবিরে ১ লক্ষ ৭ হাজার ৫৭০টির বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শুধুমাত্র ৮ তারিখ বিকেল পর্যন্তই ২৬ হাজার ৮১ জন চিকিৎসা পরিষেবার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। অভিষেকের দাবি, এটা সর্বকালীন একটা রেকর্ড। এই সাফল্যের জন্য ডাক্তার, নার্স, ল্যাব কর্মী সহ ভলেন্টিয়ারসদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
I am thrilled to announce that SEBAASHRAY has successfully served over 100000 (ONE LAKH) people from a single AC on just the 7th DAY!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 8, 2025
This incredible feat would not have been possible without the relentless EFFORTS of our DOCTORS, NURSES, VOLUNTEERS, LAB TECHNICIANS and… pic.twitter.com/AsLDVAQHtE
ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। এই স্বাস্থ্যশিবিরগুলিতে রয়েছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা।
গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।'' অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।
এই ক্যাম্পগুলি থেকে রেফারেল সিস্টেমও তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া যেতে পারে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, এসএসকেএম সহ ক্যালকাটা মেডিক্যাল, চিত্তরঞ্জন মেডিক্যাল, আরজি কর, বিদ্যাসাগরের মতো হাসপাতাল রয়েছে এই সিস্টেমের তালিকায়।