শেষ আপডেট: 22nd October 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। তার কারণে আতঙ্ক বাড়ছে রাজ্যের একাধিক জেলায়। রাজ্যের সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করছে ক্ষয়ক্ষতি রুখতে। এবার স্কুল বন্ধের সিদ্ধান্তও নেওয়া হল। কলকাতা সহ ৯ জেলায় চারদিন স্কুল বন্ধ রাখা হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়। যে কারণে আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। এছাড়া আরও একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবল। তাই ইতিমধ্যে কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসনের তরফে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত তার মধ্যেই একটা।
স্কুল শিক্ষা দফতরের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কলকাতা, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে আগামীকাল অর্থাৎ ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বুধবার সকাল থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। এই কারণে দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে নজর রাখছে রাজ্য প্রশাসন। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
এখনও পর্যন্ত যা খবর, পুরী ও সাগরদ্বীপের কাছে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে কন্ট্রোলরুম খুলে রেখেছে প্রশাসন। উপকূলের বাসিন্দাদের উঁচু এলাকায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।