শেষ আপডেট: 25th November 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ট্যাব কেলেঙ্কারির সঠিক তদন্তের দাবি করলেন স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। বর্ধমান শহরের লাকুড্ডি বিদ্যামন্দির হাইস্কুলে স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন, বহু প্রতিকূল অবস্থা ও পরিকাঠামোর মধ্যে তাঁদের কাজ করতে হয়। অথচ তাদের উপরেই সব দায় বর্তাচ্ছে।
সংগঠনের রাজ্য সম্পাদক তাপস গোলুই বলেন, "প্রথমে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় তাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছিল। তাঁদের ভুলে বা দোষেই নাকি ট্যাবের টাকা পায়নি পড়ুয়ারা এমন কথাও প্রচার করা হচ্ছিল। অথচ তদন্ত দেখা গেল গোটা ঘটনায় জড়িত সাইবার অপরাধীরা।এখন এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এখন কার্যত প্রমাণিত হল এই ঘটনার শিকড় বহুদূর পর্যন্ত গেছে।"
সংগঠনের সদস্য বিশ্বেশ্বর চক্রবর্তী বলেন, গোটা রাজ্যের ২০ শতাংশ স্কুলে কোনও ক্লার্ক নেই। অথচ এই ভাবেই স্কুল চলছে, পোর্টালে আপলোড করা হচ্ছে বিভিন্ন প্রকল্পের কাজ। রাজ্যে মাধ্যমিক স্কুলের সংখ্যা ৯৩৮২ টি, উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা ৮৭১ ও মাদ্রাসা ৬৫২ টি। বেশিরভাগ স্কুলে একজন মাত্র ক্লার্ক। কোথাও আবার কোনও ক্লার্কই নেই। এই অবস্থায় আমাদের দায়িত্ব বেশি, অথচ পরিকাঠামো দুর্বল।"
তাঁর অভিযোগ, ২০১৮ সালে শেষবার ক্লার্ক নিয়োগ করা হয়। তারপর থেকে নিয়োগ বন্ধ। কিন্তু সব দায় ও দোষ চাপছে ক্লার্কদের উপরে। ট্যাব কাণ্ডের তদন্ত করে ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।