Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
School Education Department

কারা কারা স্কুলে যাবেন, ডিআইদের তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

সূত্রের খবর, এদিন দফতরের তরফে ডিআইদের একটি ই-মেল করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কারা কারা স্কুলে ক্লাস করতে পারবেন।

কারা কারা স্কুলে যাবেন, ডিআইদের তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 April 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: যোগ্য ও অযোগ্যদের বিতর্কের (SSC 2016) মধ্যেই জেলা স্কুল পরিদর্শক বা ডিআইদের চিঠি পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর (School Education Department)। সূত্রের খবর, এদিন দফতরের তরফে ডিআইদের একটি ই-মেল করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কারা কারা স্কুলে যাবেন অর্থাৎ কারা কারা যোগ্য।

এসএসসির ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে গত ৩ এপ্রিল আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত পরিষ্কারভাবে জানিয়েছে, যোগ্য ও অযোগ্য বাছাই না করার জেরেই পুরো প্যানেল বাতিল করা হল। পরে অবশ্য আদালত জানিয়েছে, যোগ্যরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। ওই সময়ের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের পাঠানো চিঠিতে আদালতের ওই নির্দেশ যথাযথ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এরপরই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করেন চাকরিহারারা। গত সোমবার সন্ধে ৬টায় এসএসসির তরফে সেই তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি সেই তালিকা প্রকাশ না করায় সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে ধর্না অবস্থানে বসেছেন চাকরিহারারা। যোগ্য, অযোগ্যদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

অন্যদিকে এ ব্যাপারে সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করেছিলেন, সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের কোনও নির্দেশ দেয়নি। তাই কোনও তালিকা বের করা হলে তা আদালত অবমাননা হতে পারে। তাই এখনই কোনও তালিকা প্রকাশ করা হবে না।

এদিকে এদিনই ডিআইদের কাছে স্কুল শিক্ষা দফতরের তালিকা পৌঁছে গেল। বিষয়টি প্রকাশ্যে আসতে ক্ষোভ আরও বেড়েছে চাকরিহারাদের মধ্যে। তাঁদের কথায়, কেন এত লুকোচুরি? কাদেরকে আড়াল করার চেষ্টা? স্কুল শিক্ষা দফতরের অবশ্য দাবি, আদালতের নির্দেশ মেনেই যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। তবে এ ব্যাপারে অবশ্য স্কুল শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


ভিডিও স্টোরি