দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের ডাল লেকে হাউসবোট ভাসতে দেখা যায় অনেক। পর্যটকরা সেখানে গিয়ে রাত কাটান জলের উপরেই। কিন্তু এবার আরও এক অভিনব জিনিস ভাসতে দেখা যাবে কাশ্মীরের অপূর্ব এই ডাল লেকে। ভাসবে এটিএম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাল লেকের উপর একটি ভাসমান এটিএম চালু করেছে। শ্রীনগরের টুরিস্ট আকর্ষণ এতে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খাঁড়া এই ভাসমান এটিএম উদ্বোধন করেছেন গত ১৬ অগস্ট। শ্রীনগর এমনিতেই মোহময়ী। দীনেশবাবুও আশা প্রকাশ করেছেন, ডাল লেকের উপর অভিনব এই এটিএম দেখতে ভিড় করবেন পর্যটকরা। সেই সঙ্গে এটিএমের ব্যবহারও বাড়বে।
একটি হাউসবোটের মধ্যেই চালু হয়েছে এটিএম। সেখানেই এটিএম মেশিন বসানো হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এই এটিএমের কথা পোস্ট করা হয়েছে। সারাদিন সারারাত জলেই ভাসবে এসবিআইয়ের এই এটিএম।
শ্রীনগরের ডাল লেকে অবশ্য ভাসমান সবজির বাজার বসে। হাউসবোটে রয়েছে একটি ভাসমান পোস্ট অফিসও। সেই তালিকায় এবার যোগ হল এসবিআই এটিএম। খুশি স্থানীয়রা।