শেষ আপডেট: 9 August 2023 01:39
দ্য ওয়াল ব্যুরো: মরুদেশের খেজুর ফলছে বাংলার মাটিতে (Saudi dates growing near Kolkata)! কৃষিক্ষেত্রে এমনই কামাল করে দেখালেন হাসনাবাদের যুবক আব্দুল হামিদ মণ্ডল।
সৌদির মরিয়ান খেজুর খুবই সুস্বাদু। বিশ্ব বাজারে এই খেজুরের চাহিদাও রয়েছে। কয়েকবছর আগে এক প্রতিবেশী আরবে হজ করতে গেছিলেন। সেখানে থেকে মরিয়ান খেজুরের বীজ আনার জন্য তাঁকেই টাকা দিয়েছিলেন হামিদ। বীজ হাতে পাওয়ার পর বাড়ির খোলা অংশে বীজ লাগিয়ে পরিচর্যা শুরু করেন। তবে ভাবেননি মাত্র আড়াই বছরের মধ্যে তাঁর খেজুর বাগানে গুচ্ছ গুচ্ছ ফল ধরবে। সেই ফল দেখতে অনেকেই এখন ভিড় করছেন হামিদের খেজুর বাগানে।
প্রথম তিনি ৩০টি গাছ লাগিয়েছিলেন। সেখানে ফল ধরতে থাকায় আরও চারা আনিয়েছেন হামিদ। এখন বাড়ির ছাদে খেজুর বাগান তৈরির চেষ্টা করছেন। তাঁর খেজুর বাগান দেখে এলাকার প্রতিবেশী মৌলানা মহম্মদ আব্দুল্লাহ গাজিও নিজের বাড়িতে খেজুর বাগান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।
হামিদের খেজুরবাগান দেখেই বিকল্প চাষের দিশা পাচ্ছেন হাসনাবাদের ফল চাষিরা।