শেষ আপডেট: 19th July 2023 15:19
দ্য ওয়াল ব্যুরো: ব্যাডমিন্টনে সবচেয়ে জোরে স্ম্যাশ শট মেরে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক সাইরাজ (Satwiksairaj Rankireddy Indian shuttler sets Guinness World Record for fastest hit)। নাম তুললেন গিনেস বুক অব রেকর্ডসেও। শটের জোর ছিল ৫৬৫কিমি প্রতি ঘণ্টায়।
তাঁর স্ম্যাশের গতি ছিল প্রতি ঘণ্টায় ৫৬৫ কিমি। এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে জোরে ছিল। সেটি ছাপিয়ে গেলেন হায়দরাবাদী তারকা।
ফর্মুলা ওয়ান গাড়ির সর্বোচ্চ গতি ৩৭২.৬ কিমি প্রতি ঘণ্টা। সেটি টপকে গেল সাত্ত্বিক। সম্প্রতি কানাডা ওপেনে পুরুষদের সিঙ্গলসে দ্রুততম শট মারেন ভারতের নামী শাটলার লক্ষ্য সেন। তিনি ৪২০ কিমি প্রতি ঘণ্টা বেগে নিজের শট মেরেছিলেন। মহিলাদের দ্রুততম শট মারার কৃতিত্ব রয়েছে ট্যান পার্লির দখলে। তিনি ৪৩৮ কিমি প্রতি ঘণ্টায় শট মেরেছিলেন।
কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে জয় অর্জন করেছেন ভারতীয় তারকা শাটলার জুটি সাত্ত্বিক ও চিরাগ শেট্টি। তাইল্যান্ডের জুটিকে হারিয়ে চমক দেখিয়েছেন। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান।
দ্রাবিড় ও রোহিতদের সঙ্গে দেখা করতে ঝটিতি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন আগরকার