শেষ আপডেট: 2nd February 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি ঘেরাটোপে পুজো শুরু হল যোগেশচন্দ্র কলেজে। এমনকী নিরাপত্তার নজরদারিতে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনা।
এক সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ছাত্রী ছিলেন। সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজেই সরস্বতীপুজোর প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এবং তাঁর দলবলের বিরুদ্ধে। এবিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই পুলিশি ঘেরাটোপে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
তবে আদালতের নির্দেশে পুজো শুরু হলেও সেখানে সামনে এসেছে আমরা-ওরার ছবিটা। ল বিভাগের পুজো হচ্ছে কলেজের ভেতরে। আর ডে বিভাগের পুজো হচছে কলেজের পাশের গলিতে। কেন কলেজের পরিবর্তে বাইরে পুজো তার ব্যাখ্যায় একটি ফ্লেক্সও টাঙানো হয়েছে। সেখানে পুজো প্রসঙ্গে আমরা-ওরার বিভাজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আদালতের নির্দেশে এদিন সকাল থেকেই কলেজ চত্বরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশকর্মী। আইকার্ড দেখে তবেই পড়ুয়াদের কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে গোটা পুজোর ভিডিওগ্রাফি করছে কলেজ কর্তৃপক্ষও।
এদিকে যোগেশচন্দ্র কলেজ নিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলেজে যাওয়ার কথা রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর।