Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তিনদিনের উত্তরবঙ্গ সফরে শমীক, রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথমনাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, কাঠগড়ায় ক্যানিং স্কুলের প্রধানশিক্ষকনতুন মোড়কে পুরনো ফাঁদ! RBI-র নামে কয়েন বিক্রির ছলে কোটি টাকার প্রতারণাসীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের দাবি, জমি দিতে প্রস্তুত গ্রামবাসীরাভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী, ১৬ জুলাই তৃণমূলের মহামিছিলহাসিনা ও তাঁর সন্তানদের নামে অপপ্রচার চালাচ্ছে ইউনুস সরকার, অভিযোগ কাদেরেরকথায় কথায় ‘বাংলাদেশ যাও’, কিছু বিজেপি নেতা বড্ড বাড়াবাড়ি করছেন, তাঁরা বাঙালিকে চেনেন নাকামব্যাকের বিষয়ে আগরকরের সঙ্গে কথা বলতে চেয়েও সাড়া পাননি রাহানেবিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!বাংলা ছবির অভিভাবক ছবি বিশ্বাস, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সফর
DA - 7th Pay Commission

বকেয়া ডিএ, সপ্তম পে কমিশনের দাবিতে মুখ্যসচিবকে চিঠি, নবান্ন অভিযানও করবে সংগ্রামী যৌথ মঞ্চ

এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে, অর্থের অভাবের কথা।

বকেয়া ডিএ, সপ্তম পে কমিশনের দাবিতে মুখ্যসচিবকে চিঠি, নবান্ন অভিযানও করবে সংগ্রামী যৌথ মঞ্চ

ফাইল ছবি

শেষ আপডেট: 30 June 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা) (DA) কার্যকর করেনি রাজ্য সরকার। এই অবস্থায় শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutho Mancha) তরফে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে চিঠি দেওয়া হল। দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রদান করতে হবে ও সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠন করতে হবে।

গত ১৬ মে দেশের সর্বোচ্চ আদালত জানায়, কলকাতা হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশ অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মীদের ৬ সপ্তাহের মধ্যে প্রাপ্য মহার্ঘ ভাতার অন্তত ২৫% বকেয়া অর্থ দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে, অর্থের অভাবের কথা।

তবে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে, 'অর্থাভাব’ দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ন্যায্য ভাতা ও বেতন দেওয়া থেকে পিছিয়ে এসেছে। কিন্তু ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন পর্যায়েই এই যুক্তি খারিজ হয়েছে। সংগঠনের বক্তব্য, “যেখানে সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়মিত বর্ধিত বেতন, চিকিৎসা ভাতা, এইচআরএ দেওয়া হয়, সেখানে রাজ্যের অন্যান্য কর্মচারীরা কেন বঞ্চিত হবেন?”

সপ্তম পে কমিশনের দাবিও তুলল যৌথ মঞ্চ

রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হচ্ছে ২০২৫-এর ডিসেম্বরে। সেই প্রেক্ষিতে অবিলম্বে সপ্তম পে কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠন। তাদের দাবি, পে কমিশনের সুপারিশ যেন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়। ২০২৫-এর ডিসেম্বরের মধ্যেই কমিশনের চূড়ান্ত বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া বিলম্ব হলে কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তী রিলিফ দিতে হবে। কমিশনের সুপারিশ যেন পূর্ণরূপে ও সময়মতো কার্যকর হয়, তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

নবান্ন অভিযানের ডাক ২৮ জুলাই

এই দাবিগুলির দ্রুত বাস্তবায়নের দাবিতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, “সকল স্তরের কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীকে ঐদিন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিতে হবে।” সংগঠনের অন্যতম আহ্বায়ক চন্দন গরাই এদিন মুখ্যসচিবের দফতরে আনুষ্ঠানিকভাবে দাবিপত্র জমা দেন। একইসঙ্গে মুখ্যসচিবের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদনও জানানো হয়েছে বলে সূত্রের খবর।


ভিডিও স্টোরি