শেষ আপডেট: 3rd October 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের সফরে কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সোমবারই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। দু’দিনের সফরে বেলুড়, দক্ষিণেশ্বরে যাবেন তিনি। তবে সঙ্ঘপ্রধানের এবারের সফরে রাজনৈতিক কর্মসূচি এখনও স্পষ্ট নয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে, পঞ্চায়েত ভোটের মুখে পাঁচদিনের বঙ্গ সফরে এসেছিলেন মোহন ভাগবত। পাঁচদিনের ওই সফরে সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠকের পাশাপাশি জনসভাও করেছিলেন সঙ্ঘপ্রধান। ২৩ জানুয়ারি শহিদ মিনারে তাঁর সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ।
পর্যবেক্ষকদের একাংশের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে কলকাতা সহ সমগ্র বাংলায় সংগঠন মজবুত করাটাই সঙ্ঘ প্রধানের অন্যতম লক্ষ্য। সেকারেই তাঁর এই ঘন ঘন বঙ্গ সফর।
সূত্রের খবর, ২০২৫ সালের মধ্যে বাংলার প্রতিটি ব্লকে কমপক্ষে একটি শাখা যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন আরএসএস প্রধান। সেকারণেই তাঁর এই সফর। তবে এদফায় রাজনৈতিক কর্মসূচি এখনও স্পষ্ট নয়।
সোমবারই কলকাতায় এসেছেন সঙ্ঘ প্রধান। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মঠে যাবেন তিনি। বিকেলে যাবেন বেলুড় মঠে। বেলুড় মঠ অডিটরিয়ামে মঠের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। বুধবার সকালে দক্ষিণেশ্বরে যাবেন মোহন ভাগবত। দুপুরের বিমানে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন তিনি। এদফার সফরে কেশব ভবনে দলীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে লোকসভা ভোটকে লক্ষ্য করেই সঙ্ঘ প্রধানের এই ঘন ঘন বঙ্গ সফর বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।