শেষ আপডেট: 27th January 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অস্থিরতাকে সামনে রেখে এ রাজ্যে হিন্দুদের একজোট করতে নিয়মিত বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মাঠে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
মধ্যবঙ্গের ৮টি জেলাকে নিয়ে ফেব্রুয়ারিতে বর্ধমানের সভা করতে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় আসার কথা ছিল মোহন ভাগবতের। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থেকে একাধিক জেলা সফরের পরিকল্পনা ছিল তাঁর। সব শেষে ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে সভা করার কথা ছিল।
আরএসএস সূত্রের খবর, শেষ মুহূর্তে সঙ্ঘ প্রধানের ওই সফরে কাটছাঁট করা হচ্ছে। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে মোহন ভাগবত কলকাতায় আসবেন ১১ তারিখ। ১২ তারিখ বর্ধমানে যাবেন। ওই দিনই সেখানে প্রকাশ্য সমাবেশ করে রাতে কলকাতা ফিরে আসবেন। ১৩ তারিখ সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পাশাপশি বিশিষ্টজনদের সঙ্গেও দেখা করবেন তিনি।
দশ দিনের সফর কেন কমানো হল, বর্ধমানের প্রকাশ্য সমাবেশের তারিখও কেনই বা এগিয়ে আনা হল, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এ বিষয়ে আরএসএস বা বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
পর্যবেক্ষকদের অনেকের মতে, আগামী বছরের গোড়াতেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের জেলায় হিন্দুত্বের জাগরণ ঘটিয়ে আরএসএসের বিস্তারের পরিকল্পনা রয়েছে নেতৃত্বর।
প্রসঙ্গত, অতীতে তো বটেই গত বছর লোকসভা ভোটেও এটা স্পষ্ট হয়েছে যে আরএসএস সক্রিয় না হলে বিজেপির ফলাফল আশানুরূপ হয় না। সেদিক থেকে বাংলায় আরএসএস প্রধানের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।