শেষ আপডেট: 25th September 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কি রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি? রাজ্য মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে থাকা স্ট্যাটাস ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
প্রশ্ন উঠছে, তাহলে কি গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিলের যে খবর জানানো হয়েছিল, তা ঠিক ছিল না?
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলাতেও গ্রেফতার করেছে সিবিআই। এরপর সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন সেই প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। এরপরই গত ১৯ সেপ্টেম্বর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
তারপর থেকেই সন্দীপের নামে পাশে লেখা ছিল সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, মঙ্গলবার সন্ধে থেকে সন্দীপের নামের পাশে স্ট্যাটাসে সাসপেন্ডেড এর পরিবর্তে রেজিস্ট্রারড লেখা রয়েছে। যার জেরে ছড়িয়েছে বিতর্ক।