ফাইল ছবি।
শেষ আপডেট: 30th October 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের দুর্নীতির টাকাতেই সন্দীপ ঘোষ চারটি ফিক্সড ডিপোজিট করেছিলেন কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে আদালতে জানিয়ে দিল সিবিআই।
আরজি করে দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সিবিআই। তারপরই পারিবার ও অনান্য খরচ চালাতে স্টেট ব্যাঙ্কের কয়েকটি ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ।
ওই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সন্দীপের কোন অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, সিবিআইকে সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শুভেন্দু সামন্ত। বুধবার এ ব্যাপারে আদালতে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের তরফে এদিন আদালতে পেশ করা রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ ও ২০২৩ সালে ৪টে ফিক্স ডিপোজিট করেছিলেন সন্দীপ ঘোষ। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, সেই সময়ই আরজি করে অপরাধ সংগঠিত হয়েছিল। ফলে ওই দুর্নীতির টাকার সঙ্গে ফিক্সড ডিপোজিটের কোনও সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখা দরকার।
এ ব্যাপারে সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। এরপরই বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ, এ বিষয়ে তদন্তকারী সংস্থা খতিয়ে দেখে হাইকোর্টে পরবর্তী রিপোর্ট পেশ করবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।