শেষ আপডেট: 26th February 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। নন্দীগ্রামের কায়দায় রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন গ্রামের মহিলারা। পুলিশের ধরপাকড়ের অভিযোগে রাস্তায় নেমেছেন তাঁরা। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে চলছে বিক্ষোভ।
শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুরের কাছারি এলাকা। শেখ শাজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, কলাগাছি নদীর ধারে সাধারণ চাষিদের সমস্ত জমি জোর করে ভয় দেখিয়ে দখল নেয় অজিত মাইতি। সেই অভিযোগেই তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরেও আগুন ধরিয়ে দেয়। গ্রামের মানুষ জানেন, প্রায় ৪০ বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে শেখ সিরাজউদ্দিন। চাষের জমিতে রাতারাতি সমুদ্রের নোনা জল ঢুকিয়ে বানানো হয় মেছো ভেড়ি।
বেড়মজুর এলাকায় সকালে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই সমস্ত বিক্ষোভকারীদের এদিন দুপুরবেলার পর থেকে আটক করতে শুরু করে পুলিশ। বাসিন্দারা জানান, ঘরের ভেতরে ঢুকে ঢুকে পুরুষ মানুষদের টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রায় কুড়িজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রেয়াত করা হয় নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও। এই ঘটনার পরেই এলাকার মহিলারা রাস্তায় গুঁড়ি ফেলে পুলিশের বিরুদ্ধে হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।