শেষ আপডেট: 4th May 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে। তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা।
সন্দেশখালির ওই স্টিং নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সন্দেশখালির স্টিং মারাত্মক! এতে বোঝা যাচ্ছে বিজেপি ভিতর থেকে কতটা নোংরা। বাংলার সংস্কৃতিমনজ্ঞ ও প্রগতিশীল ভাবমূর্তি নষ্ট করতে ও রাজ্যকে বদনাম করতে এই বাংলা-বিরোধীরা সবরকম ভাবে চেষ্টা করে যাচ্ছে”। মমতা আরও বলেন, “অতীতে কখনও দেখা যায়নি যে দিল্লির শাসক দল কোনও রাজ্যকে ও সে রাজ্যের মানুষকে বদনাম করতে এরকম করেছে।”
সন্দেশখালির ওই স্টিং ভিডিও দ্য ওয়াল যাচাই করে দেখেনি। তবে ওই ভিডিও যে সন্দেশখালি প্রসঙ্গে নতুন করে আলোড়ন তৈরি করেছে তা নিয়ে সন্দেহ নেই।
সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনাকে সামনে রেখে এবার লোকসভা ভোটে বাংলায় ঘুঁটি সাজিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই রণকৌশল পরতে পরতে স্পষ্ট হয়ে যায়। সন্দেশখালির নির্যাতিতা বলে যিনি নিজেকে দাবি করেছিলেন, সেই রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় তাঁর প্রতিটি সভায় সন্দেশখালির প্রসঙ্গ তুলছেন।
এই পরিস্থিতিতে সন্দেশখালির ঘটনা নিয়ে যে স্টিং ফুটেজ প্রকাশিত হয়েছে তা বিজেপির সেই প্রচার কৌশলের ভিতে ধাক্কা দিয়েছে বলে অনেকে মনে করছেন। ওই স্টিং ফুটেজ বিজেপির বিরুদ্ধে পাল্টা ব্যবহার করতে তাই চেষ্টার কোনও ত্রুটি রাখতে চায় না তৃণমূলও। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিকেলে এই বিষয়টি নিয়ে তাঁর সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবেই বিজেপি বা শুভেন্দু অধিকারী ওই ভিডিও ফুটেজ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তাঁরা এই অভিযোগ কীভাবে মোকাবিলা করেন, এখন সেও দেখার।