শেষ আপডেট: 29th April 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যে সুপ্রিম কোর্টে আর হচ্ছে না সন্দেশখালি মামলার শুনানি। রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতের কাছে ২ সপ্তাহের সময় চাওয়া হয়েছিল। কিন্তু মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী জুলাই মাসে আবার হবে এই মামলার শুনানি।
সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত মামলার শুনানিই আপাতত স্থগিত রাখল শীর্ষ আদালত। যদিও হাইকোর্টের রায়ে এখনও হস্তক্ষেপ করেনি সু্প্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে রাজ্য জানায়, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং নথি তাদের হাতে এসেছে। সেই তথ্য জমা দেওয়ার জন্য অন্তত ২ সপ্তাহের সময় চেয়েছিল সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আগামী জুলাই মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
দেশের শীর্ষ আদালতের এই রায়ে সার্বিকভাবে স্বস্তি পেল না রাজ্য সরকার। কারণ যে সিবিআই তদন্তের বিরোধিতা করে এই মামলা তাতে কোনও বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছে সু্প্রিম কোর্ট। অর্থাৎ ভোটের মধ্যে সিবিআই তদন্ত যেমন চলছে, তেমনই চলবে। এছাড়া সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, শীর্ষ আদালতে মামলা বিচারাধীন দেখিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলায় কোনও বাধা দিতে পারবে না রাজ্য সরকার।
রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে তথ্য পেশের জন্য ২-৩ সপ্তাহ সময় চান। শীর্ষ আদালতের নির্দেশে অন্তত ৩ মাস সময় পেল রাজ্য সরকার। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার ফের শুনানি হতে পারে। সু্প্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সন্দেশখালি মামলায় নারী নির্যাতন থেকে শুরু করে জমি জবরদখল করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাই কোনও ভাবেই এর বিচারপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না।
গত শুক্রবার সন্দেশখালিতে হানা দিয়েছিল সিবিআই। শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র এবং বোমা মজুত রয়েছে, এমন খবর পাওয়ায় অভিযান চালানো হয়েছিল। তল্লাশি অভিযানে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্রও। এই ঘটনায় ভোটের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিকে কেন্দ্র করে।