শেষ আপডেট: 7th January 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। এদিন বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর।
ঘটনায় দিলীপ মল্লিক সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, গত বছরের এপ্রিল মাসে এই ঘটনা ঘটলেও থানায় অভিযোগ নেওয়া হয়নি। অভিযুক্তদেরও এখনও গ্রেফতার করা হয়নি। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত বছরের ১৫ মে বুধবার গভীর রাতে সন্দেশখালি থানায় স্থানীয় তৃণমূল নেতা দিলীপ-সহ আরও তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সে সময়ই মহিলাকে ফেলে অভিযুক্তরা চম্পট দেয় বলে অভিযোগ।
ঘটনার পর সাত মাসের বেশি সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা পুলিশ নেয়নি বলে অভিযোগ। সে কারণে বাধ্য হয়েই মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ঘটনার পর এতদিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তারা।