শেষ আপডেট: 13th August 2022 07:36
ভেন্টিলেটরে জীবনের লড়াই রুশদির, সুস্থ হলেও নষ্ট হতে পারে চোখ, লিভার
দ্য ওয়াল ব্যুরো: একেবারেই ভাল নেই বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie )। ছুরির আঘাত এতটাই গুরুতর যে একটা হাতের সমস্ত নার্ভ নষ্ট হতে চলেছে। আপাতত ভেন্টিলেটরেই জীবনযুদ্ধ চালাচ্ছেন ৭৫ বছরের সাহিত্যিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, রুশদি যদি বেঁচেও যান তাহলেও তাঁর একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। নষ্ট হবে লিভার।
শুক্রবার নিউইয়র্কের শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানমঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন সলমন রুশদি (Salman Rushdie )। বক্তৃতা সবে শুরু হয়েছে। আচমকাই ছুরি নিয়ে মঞ্চে উঠে পড়ে এক ব্যক্তি। বার বার কোপ বসাতে থাকে লেখককে। মঞ্চেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রুশদি। তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়। প্রায় আড়াই হাজার দর্শক ছিলেন ওই ইভেন্টে। সঙ্গে সঙ্গেই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করতে হয়।

রুশদির (Salman Rushdie ) চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তাররা বলেছেন, তাঁর মুখ থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশেও গুরুতর চোট লেগেছে । লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা।
অন্যদিকে, হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেক্ষাগৃহ থেকেই অভিযুক্তকে ধরে ফেলেন আয়োজকরা। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জানা গেছে, অভিযুক্তের নাম হাদি মাতার (২৪)। নিউজার্সির ওই বাসিন্দার কাছে রুশদির অনুষ্ঠানের পাসও পাওয়া গেছে। কী কারণে সে হামলা চালাল, তা জানার চেষ্টা করছে পুলিশ। আশির দশকের শেষ থেকে তাঁর লেখা বই স্যাটানিক ভার্সেসের জন্য মৌলবাদীদের বিষনজরে রয়েছেন রুশদি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি।। গত ২০ বছর ধরে আমেরিকাতেই থাকছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৩ বছর বেনামে কাটিয়েছেন। পুলিশি পাহারাতেই থাকেন তিনি। গতকালের হামলা সেই কারণেই কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
মঞ্চে উঠেই রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ল আততায়ী, ১০-১৫টা ছুরির কোপ, এখনও আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা