শেষ আপডেট: 24th January 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: 'বিষ স্যালাইন' কাণ্ডের প্রতিবাদ মিছিলে ধস্তাধস্তির ঘটনায় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ।
ব্ল্যাক লিস্ট করা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি নিম্নমানের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের ফলে এক প্রসূতির মৃত্যু ও চার জনের অবস্থা সঙ্কটজনক হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল থেকে ছাড়া পেয়েছেন রেখা সাউ।
ওই ঘটনায় যথোপযুক্ত তদন্ত ও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বুধবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। মিছিল পঞ্চুর চক থেকে রিং রোড হয়ে জেলাশাসক অফিসে পৌঁছলে পুলিশ তা আটকে দেয়। মিছিল এগোতে না পেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের।
সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিল থেকে বলেন, 'আমরা জানতে চাই, জাল স্যালাইনের বরাত কে দিয়েছিল, কাকে দিয়েছিল, কে সরবরাহ করল, কাদেরকে জামাইয়ের মতো করে রেখেছে স্বাস্থ্য দফতর। এটা জানাতেই হবে।'
পুলিশের করা মামলায় মীনাক্ষীদের বিরুদ্ধে পুলিশকর্মীদের হেনস্থা, গালিগালাজ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা, ইট-পাথর ছুড়ে পুলিশের সুরক্ষা সরঞ্জামের ক্ষতি করা, এমন নানাবিধ অভিযোগ আনা হয়েছে। ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।