Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Rahul Gandhi

রাহুলের মিছিলে হাঁটবেন সেলিম-সুজনরা, বহরমপুরে কংগ্রেসের কর্মসূচি সফল করতে তৎপর সিপিএম

বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে সিপিএম। রাহুল গান্ধীর সঙ্গে মিছিলে হাঁটবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ জেলার নেতা, কর্মীরা।

রাহুলের মিছিলে হাঁটবেন সেলিম-সুজনরা, বহরমপুরে কংগ্রেসের কর্মসূচি সফল করতে তৎপর সিপিএম

শেষ আপডেট: 31 January 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে সিপিএম। রাহুল গান্ধীর সঙ্গে মিছিলে হাঁটবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ জেলার নেতা, কর্মীরা।

বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা। তিনি বলেন, "বৃহস্পতিবার ফারাক্কা থেকে রাহুল গান্ধীর পদযাত্রা শুরু হবে। কংগ্রেস আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা মনে করি. রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সাড়া দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"

বহরমপুরে রাহুলের মিছিলে সেলিম পা মেলাতে পারেন বলে আগেই লেখা হয়েছিল দ্য ওয়ালে। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে দাদাঠাকুরের মোড় থেকে রাহুলের সভায় যোগ দেবেন সেলিম, সুজনরা।  সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জানিয়েছেন, "মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ন্যায় যাত্রা শুরুর সময় থেকে শেষ পর্যন্ত মিছিলে হাঁটবেন দলের জেলার নেতা, কর্মীরা।"

এর আগে গত রবিবার শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় দেখা গেছে সিপিএমের কর্মীদের। হাতে দলীয় লাল পতাকা নিয়ে ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন 'কমরেডরা'।

দলীয় সূত্রের খবর,  বাংলায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণ করার জন্য রবিবারই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ফোন করেছিলেন কংগ্রেসের বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ। জানা যাচ্ছে, কংগ্রেসের প্রবীণ সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও টেলিফোনে কথা হয় সেলিমের।

কংগ্রেসের তরফে সেলিমকে মালদহ-মুর্শিদাবাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সূত্রের খবর, সেলিম সে সময় নিশ্চিত করে কিছু না জানালেও ‘ন্যায় যাত্রা’র দিনক্ষণ বিস্তারিত জেনে নিয়েছিলেন।


ভিডিও স্টোরি