শেষ আপডেট: 29th October 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। তাঁর ওই অভিযোগ প্রকাশ্যে আসতে প্রবীণ নেতা তন্ময়কে সাসপেন্ড করে দল।
দলীয়স্তরে তদন্তের আগেই তড়িঘড়ি এভাবে বর্ষীয়ান নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠছিল। এবার এবিষয়ে ব্যাখ্যা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মঙ্গলবার সেলিম বলেন, "আগে ছিল, দলের মধ্যে কেউ অভিযোগ করলে পদক্ষেপ করা হত। এখন দলের সাংগঠনিক সেই নিয়মে বদল আনা হয়েছে। যে কেউ অভিযোগ করলে পদক্ষেপ করা হয়। অভিযোগ আসার ৩০ মিনিটের মধ্যে তা দলের অভ্যন্তরীন আইসিতে পাঠানো হয়েছে।"
আইসি কী? সেলিম জানান, "নারী সুরক্ষা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে এই কমিটি। মহিলাদের নেতৃত্বে বিশেষ ওই কমিটি যথাযথ পদক্ষেপ করে। এটা কোনও সালিশি সভা নয়। এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া।" সেলিম এও জানান, 'আইসি'কে এ ব্যাপারে দ্রুতপরবর্তী পদক্ষেপ জানানোর অনুরোধও করা হয়েছে।
তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে গত রবিবার ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক বলেন, "চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।"
গোটা ঘটনাকে সেই মুহূর্তে ‘ইয়ার্কি’ বলে তন্ময় ভট্টাচার্য উড়িয়ে দিতে চাইলেও দল বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেনি। ঘটনার দিন অর্থাৎ রবিবারই সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দল থেকে সাসপেন্ডও করা হয় তন্ময়কে।
সেলিম এও জানান, যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে কমিটি যেমন প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে।
একই সঙ্গে রাজ্যের সরকারি অর্থে বিস্তর দুর্নীতি, দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃ্দ্ধি, জমি মাফিয়াদের সুবিধার্থে ট্রামকে বিলুপ্ত করে দেওয়ার অভিযোগে সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। আবাস যোজনায় যোগ্যদের বঞ্চিত করে তৃণমূলের নেতাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সেলিম এও বলেন, "আমরা হিংসা চাইছি না, কিন্তু এখনও পর্যন্ত যা ঘটনা ঘটছে, এরপর থেকে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, চুরি দেখে দেখে মানুষ বীতশ্রদ্ধ। তার জেরেই গ্রামাঞ্চলে গিয়ে ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের মন্ত্রীরা।"