মহম্মদ সেলিম।
শেষ আপডেট: 27 February 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: ভোটার লিস্ট (Voter List) ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে বৃহস্পতিবার আক্রমণের সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতুড়ে ভোটারের প্রশ্নে এবার সরব হল সিপিএমও। তবে বামেদের অভিযোগ, বিজেপি একা নয়, এই ষড়যন্ত্রে লিপ্ত তৃণমূলও।
এদিন সাংবাদিক বৈঠক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বলেন, "গত ১০ বছর ধরে আমরা নির্বাচন কমিশনকে ভুয়ো ভোটের লিস্ট দিয়ে আসছি। অথচ মরা লোকও ভোট দিচ্ছে। আসলে ভোট প্রক্রিয়াটাকেই বানচাল করে দিতে চাইছে বিজেপি-তৃণমূল।"
এর নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেছেন সেলিম। তাঁর কথায়, "বিদেশি টাকা নিয়ে আমাদের গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করেছে বিজেপি-তৃণমূল।"
এ বিষয়ে সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "অমিত শাহ- মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই টাকা দিয়ে মিডিয়াকে কিনে নিজেদের সপক্ষে প্রচার করাচ্ছে। ভোটের আগেই তারা ফলাফলও ঘোষণা করে দেওয়া হচ্ছে। তাহলে কী দরকার ভোট করানোর!"
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন সেলিম। তাঁর কথায়, "নিয়োগ দুর্নীতি হোক কিংবা লিপস অ্যান্ড বাউন্সড বা কয়লা পাচার কেলেঙ্কারি, সারা দেশে দুর্নীতি চক্র চলছে। প্রতিটি ক্ষেত্রেই বছরের পর বছর সিবিআই তদন্ত করে চলেছে। তদন্ত আর শেষ হচ্ছে না। আসলে অপরাধী ও তদন্তকারীরা এক হয়ে গেলে যা হয়।" এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রের প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ সেলিমের।
প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রীও। তাঁর অভিযোগ, ভোট এলেই বেছে বেছে এজেন্সি লেলিয়ে বিরোধীদের টার্গেট করে বিজেপি।
আর ভোটার লিস্ট প্রসঙ্গে সিপিএমের আনা অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "ভোটার লিস্টে কারচুপিকে সিপিএণ কার্যত শিল্পে পরিণত করেছিল। ফলে ওদের মুখে এসব কথা মানায় না। ওদের মনে রাখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোললের ফলেই কমিশন বাধ্য হয়েছিল, সচিত্র ভোটার তালিকা তৈরি করতে।"