শেষ আপডেট: 27th September 2023 10:36
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উতোর চাপানের ফলে ভারত ও কানাডার (Canada) কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে সরাসরি তার বহিঃপ্রকাশ না ঘটলেও কানাডার প্রধানমন্ত্রীর স্বদেশে ফেরা নিয়ে নাটকীয় মুহূর্ত নির্মাণে দু’দেশের তিক্ততার কিছুটা আভাস পাওয়া গেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। নিজ্জরের হত্যায় সররাসরি ভারতের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন ট্রুডো। এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। দু’দেশ থেকেই দূতাবাসের দুই আধিকারিকের বিতাড়নের ঘটনা এই সংঘাতে ইন্ধন জুগিয়েছে (Sajeeb Wazed)।
ট্রুডো প্রশাসনের পক্ষে সরাসরি না হলেও পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। নির্বান্ধব নয় ভারতও। দু’দিন আগেই শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ভারত সরকারের সুরেই কানাডাকে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের হত্যাকারীকে কানাডায় নিরাপদে বসবাসের সু্যোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রাক্তন লেফটেনেন্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহির কাঠগড়ায় তুললেন ট্রুডো প্রশাসনকে। তাঁর এই দাবিকে সমর্থন করে এক্স হ্যান্ডেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিদ (Sajeeb Wazed) লেখেন, ‘কানাডা খুনি, সন্ত্রাসবাদী ও নাজিদের নিরাপদ স্বর্গরাজ্য’।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক নূর চৌধুরী বাংলাদেশে একজন ফাঁসির আসামি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর ধানমণ্ডির বাড়িতে মুজিবর রহমন ও তাঁর পরিবারের ২১ জন সদস্যকে খুন করার অন্যতম কারিগর এই নূর। ২০১০ সালে এই হত্যাকাণ্ডের বিচারে আরও ১১ জন সহ নূরের ফাঁসির আদেশ দেয় বাংলাদেশের শীর্ষ আদালত। কানাডায় আশ্রয় নেওয়া নূরকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কানাডা সরকারকে একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু যেহেতু কানাডায় মৃত্যুদণ্ড আইনসিদ্ধ নয়, সেই যুক্তিতে তারা নূরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে অস্বীকার করে। শুধু তাই নয় কানাডা সরকারের (Canada) সমস্ত নিরাপত্তার মধ্যে মুজিব হত্যাকারী বহাল তবিয়তে সেদেশে ‘দুধেভাতে’ বসবাস করছে বলে অভিযোগ জানায় হাসিনা সরকার।
সূত্রের খবর, ট্রুডো প্রশাসন নূরের বিষয়ে ঢাকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাবর্তনের বিষয়ে তাদের দেশের অবস্থানের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। হাসিনা সরকারের বিকল্প পন্থার প্রস্তাবও তারা সরাসরি নাকচ করে দিয়েছে।
আরও পড়ুন: রোবটের প্রদর্শনীতে মোদী, গুজরাত গ্লোবাল সামিটের উদ্বোধন করলেন