শেষ আপডেট: 15th May 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: সামনেই ছবি মুক্তি। নতুন সিনেমার ট্রেলারও বেরিয়ে গিয়েছে আগেই। তার আগে নতুন করে বিপাকে পড়লেন অভিনেতা সইফ আলি খান। প্রায় ১১ বছরের পুরনো একটি ঘটনার মামলার শুনানি শুরু হতে চলেছে আগামী মাস থেকে (begin on June 15)। সেই ঘটনায় মূল অভিযুক্ত খোদ অভিনেতা ও তাঁর দুই সহকারী। অভিযোগ, মুম্বইয়ের একটি হোটেলে সইফ ও তাঁর সঙ্গীরা মিলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তাঁর শ্বশুরকে মারধর করেন। এখনও পর্যন্ত যা খবর, আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে (Saif Ali Khan 2012 assault trial case)।
ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে। দক্ষিণ আফ্রিকার ওই ব্যবসায়ী ইকবাল মীর শর্মার অভিযোগ ছিল, সেবছর ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের তাজ হোটেলের ওয়াসাবি রেস্তোরাঁর ভিতরে অভিনেতা ও তাঁর দু'জন সঙ্গী শাকিল ও বিলাল আমরোহি মিলে তাঁকে ও তাঁর শ্বশুরকে মারধর করেন। অভিযোগ পেতেই গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। যদিও পরে জামিনে ছাড়া পান সইফ, শাকিল ও বিলাল।
পুলিশ সূত্রে পরে জানা যায়, ওই দিন হাতাহাতির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা অরোরা-সহ আরও কয়েকজন। সেই সময়ই সইফ আলি খান ওই ব্যবসায়ী ও তাঁর শ্বশুরকে হুমকি দেন ও নাকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে সইফ পাল্টা অভিযোগ করেছিলেন যে, ইকবাল মীর শর্মা সবার সামনেই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এমনকী মহিলাদের নিয়েও নোংরা কথা বলেন।
সইফের দাবি, ওই ব্যবসায়ী সমানে গালাগাল করে যাচ্ছিলেন। এমনকী আশেপাশের মহিলাদের সামনে নোংরা আচরণও করছিলেন। এরপরেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর হাতাহাতি শুরু হয়। সেবছর অর্থাৎ ২০১২ সালের ২১ ডিসেম্বর পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে চার্জশিট তৈরি করেছিল। অবশেষে অভিনেতার নতুন ছবি 'আদিপুরুষ' মুক্তির আগে শুরু হতে চলেছে ওই মামলার শুনানি।
তেলুগু ছবিতে ডেবিউ করছেন সইফ আলি খান, বিপরীতে 'আরআরআর' তারকা