শেষ আপডেট: 16 February 2024 06:41
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভা ভোটের অন্যতম প্রার্থী সাংবাদিক সাগরিকা ঘোষ এবার সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি একা হাতে বারবার বিজেপিকে আটকেছেন, তাঁকে অপদস্ত করার চেষ্টা হচ্ছে বলে সরব হন সাগরিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, বিজেপি লোকসভার আগে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করতে চাইছে যাতে বাংলায় শান্তি নষ্ট হয়।
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের জন্য যা করেছে, তা দেশের অন্য কোনও সরকার করতে পারেনি বলে মত সাগরিকা ঘোষের। এই প্রেক্ষিতেই তিনি মনে করেন, সন্দেশখালি নিয়ে বিজেপি বাড়াবাড়ি করছে একমাত্র তৃণমূল সরকারকে বদনাম করার জন্য। সাগরিকার কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধের ঘটনায় স্পষ্ট জিরো টলারেন্সের কথা বলেছেন। সেই নিয়ে তদন্তও হচ্ছে। বিজেপি শুধু চাইছে যে করে হোক, বাংলার শান্তি ভঙ্গ করতে।''
শুধু বাংলার সরকারের পাশে দাঁড়ানোই নয়, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর কী অত্যাচার হয়, সেই তথ্যও দিয়েছেন সাগরিকা। জানিয়েছেন, উত্তরপ্রদেশে লাগাতার মহিলাদের নিপীড়ন করা হয়। মহিলা কুস্তিগীরদের সঙ্গেও কী হয়েছিল, তা দেখেছে দেশ। এরাই আবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করছে। কটাক্ষ তাঁর।
রাজ্যসভার প্রার্থী হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছিল সাগরিকা ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কতটা উৎসাহিত করেন সেটা ভিডিও বার্তায় জানিয়েছেন সাগরিকা। তাঁর কথায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের এগিয়ে রাখেন, তাঁদের সুযোগ করে দেন। তিনি নিজে মহিলা হয়ে এই ব্যাপারটি নিয়ে গর্বিত, মন্তব্য সাগরিকার।