শেষ আপডেট: 27th October 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার আগেই তুলে নিয়েছিলেন। এবার দাদাসাহেব ফালকে পাওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে সম্মান জানাল বঙ্গ বিজেপি। রবিবার সল্টলেকে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সল্টলেকের ইজেডসিসির মঞ্চ থেকে ‘দাদা’র হাতে ধুতি, পাঞ্জাবি, শাল ও মানপত্র হাতে তুলে দেন শাহ। মঞ্চে বক্তব্য রাখতে উঠে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেও সেই পুরনো মিঠুনকেই এদিন দেখতে পাওয়া গেল। প্রথম থেকেই ফিল্মি কায়দায় চোখা চোখা ডায়লগ। তবে অভিনেতা প্রথমেই জানান, নির্বাচনে বিজেপির ফলাফলে তিনি কিছুটা হলেও হতাশ।
মিঠুন বলেন, আপনারা বলেন আপনি সামনে আসুন। আমি গত নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে ৩৭ দিন প্রচার করেছি। এরপরই বিজেপি নেতা উপস্থিত বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তোলেন, আমরা কী ১ কোটি সদস্য তৈরি করতে পারব? যদি পারি আমি কথা দিলাম ২০২৬ বাংলার মসনদ আমাদের হবে।
তিনি মনে করিয়ে দেন, যা কিছু হয়ে যাক আমাদের কেউ আটকাতে পারবে না। মিঠুন বলেন, আমাদের এমন কার্যকর্তা চাই যারা মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করবেন। টাকা নিয়ে রাজনীতি করবেন না। গত নির্বাচনে বিজেপির ফলাফলে দুঃখ পেয়েছি।
এরপরই তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘আমি অভিনেতা নই, ২৮ বছরের মিঠুন চক্রবর্তী বলছি। আমি মৃত্যুর রাজনীতি দেখে অভ্যস্ত। নিজেও রাজনীতি করেছি। ভয় দেখাবেন না। বিজেপির উপর হামলা হলে পাল্টা দেওয়া হবে।’
৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতে চোট নিয়েই পৌঁছন অনুষ্ঠান মঞ্চে, রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন সম্মান।