শেষ আপডেট: 10th August 2023 07:24
দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) ইউনিসেফের (Unicef) শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। তাঁকে সেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের কোহিনূর শান্তির দূত হিসেবে গিয়েছিলেন সবুজ দ্বীপ শ্রীলঙ্কায় (Sri Lanka)। সেখানে তিনি শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।
শচীন এমনিতেই ভালবাসেন শিশুদের। তাঁর নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে মুম্বইতে। সেই সংস্থায় দুঃস্থ শিশুদের নিখরচায় পড়াশুনো শেখানো হয়। তাদের সমস্ত ব্যয়ভার বহন করে শচীনের স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অসাধারণ মানুষটি যে শিশুদের ভিড়ে অতি সাধারণ হয়ে যাবেন সেটাই প্রত্যাশিত। শচীন এবার শ্রীলঙ্কায় গিয়েছেন সেই দেশের শিশুদের পুষ্টির অভাব নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তাঁকে পাঠিয়েছে ইউনিসেফ। তিনি খাবার নিয়ে গিয়েছিলেন দ্বীপ রাষ্ট্রে।
সম্প্রতি এমনই একটি ঘটনার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন শচীন। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজে ঘেরা একটি জায়গার মধ্যে এক ঝাঁক স্কুল শিক্ষার্থীর সঙ্গে। তাদের সঙ্গে ছবি শেয়ার করে ‘গড অব ক্রিকেট’ লিখেছেন, শিশুরাই আমাদের সেরা শিক্ষক। সহজ বিষয়ের মধ্যেও ওরা আমাদের জ্ঞানের উন্মোচন ঘটায়। শ্রীলঙ্কার প্রত্যন্ত এক গ্রামের এই স্কুলে আমরা সহমর্মিতা উদযাপন করলাম।
একটি ঘটনা শচীনের মনকে নাড়িয়ে দিয়েছে। মাস্টার ব্লাস্টার লিখেছেন, প্রত্যেক ছাত্র তাদের প্লেট থেকে অল্প পরিমাণ খাবার বাঁচিয়ে একটা বড় থালায় রেখেছিল। তারপর সেই খাবার পাখিদের খাইয়েছে তারা। কী করে নিজের থেকে ভাগ করে নিতে হয়, তাদের থেকে শেখা উচিত সকলের।
শচীন মনে করিয়ে দিয়েছেন এভাবেই সমাজের ইকোসিস্টেম ঠিক থাকবে। একে অপরকে দেখতে হবে, না হলে পৃথিবী থমকে যাবে। খুদেরাই আমাদের এ কাজে চোখ খুলে দিয়েছে।