শেষ আপডেট: 23rd January 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: বইপ্রেমীরা প্রতিবছর অপেক্ষা করে থাকেন বইমেলার জন্য। আগামী ৩০ জানুয়ারি সেই বহুপ্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata Book Fair 2023) আসর বসতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। লাখ লাখ মানুষ ভিড় করেন এই বইমেলায়। বই কেনার পাশাপাশি থাকে খাওয়া-দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের টানেও অনেকেই আসেন মেলায়।
পরিবেশবিদরা অভিযোগ করেন, বইমেলায় এত ভিড় হয় তা যেমন ইতিবাচক, তেমনই পরিবেশ দূষণের মাত্রাও বেড়ে যায়। যত্রতত্র ছড়ানো কাগজ, খাবার ও জলের প্যাকেট। এছাড়াও স্টলে স্টলে বাজতে থাকে মাত্রাতিরিক্ত জোরে মাইক। কোথাও গান বাজে, কোথাও চলে বিজ্ঞাপন। কিন্তু সেই শব্দ এতটাই বেশি যা কান ঝালাপালা করে দেওয়ার জোগাড় হয়।
সেইসব পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আগেভাগে বিধাননগর পুরসভাকে ব্যবস্থা নেওয়ার কথা বলল পরিবেশরক্ষা সংগঠন সবুজ মঞ্চ (Sabuj Mancha)। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে চিঠি লিখে বইমেলাকে দূষণ মুক্ত করার জন্য আর্জি জানিয়েছে।
সেখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে যে পরিমাণ স্পিকার, মাইক ব্যবহার হয় তা রাশ টানার কথা বলা হয়েছে। এছাড়াও প্লাস্টিক ক্যারিব্যাগ যতসম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বলা হয়েছে একান্তই যদি ব্যবহার করতে হয় তো ১২০ মাইক্রোনের বেশি প্লাস্টিক ক্যারিব্যাগ শ্রেয়। পাশাপাশি পর্যাপ্ত ডাস্টবিন রাখার কথাও বলা হয়েছে সবুজ মঞ্চের তরফে।