শেষ আপডেট: 26th September 2022 11:18
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ায় বন্দুকবাজের গুলিতে নিহত অন্তত ১৩ জন। যার মধ্যে কমপক্ষে ৭টি শিশু রয়েছে। রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ (Russia)।
জানা যাচ্ছে, মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে চালানো এই বন্দুক হামলার কারণ এখনও অস্পষ্ট। এখনও পর্যন্ত তদন্তে জানা গেছে, নাৎসি প্রতীক সংবলিত টি–শার্ট পরা এক মুখোশধারী বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি (Russia)।
নিহত ব্যক্তিদের মধ্যে শিশু, স্কুলের শিক্ষক ও নিরাপত্তারক্ষী রয়েছেন। হামলা চালানোর পর ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন। আহতের সংখ্যা একাধিক।
গতবছর, ২০২১ সালের মার্চেও কাজানে ৭ শিশুসহ ৯ জনকে হত্যা করে এক কিশোর বন্দুকধারী। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে রাশিয়ার মধ্য উলিয়ানভস্ক অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশু ও এক শিক্ষককে হত্যা করে এক বন্দুকধারী।
উৎকর্ষ বাংলা: ভুয়ো নিয়োগ নিয়ে টনক নড়ল নবান্নর, মুখ্যসচিব বললেন, এবার থেকে ‘ডবল চেকিং’