শেষ আপডেট: 23rd November 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগেই খড়্গপুরে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়। বৃহস্পতিবার ফের একটি চলন্ত বাসে আগুন লাগল। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এদিন সকালে একটি যাত্রিবোঝাই বাসে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে যাত্রীরা বাসের জানলা ভেঙে বাইরে লাফ মারেন। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি বাস ধামাখালি থেকে ক্যানিংয়ের উদ্দেশে যাচ্ছিল। এসডি ৮৫ রুটের ওই বাসে ৪০ জন যাত্রী ছিল। বাসটি বাসন্তী থানার আমঝাড়া এলাকায় পৌঁছতেই আচমকা চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসের ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই আগুনের ফুলকি চোখে পড়ে। ধোঁয়ায় ভরে যায় গোটা বাস।
তৎক্ষণাৎ আমঝাড়া পোল এলাকায় বাসটি দাঁড় করিয়ে দেন চালক। ততক্ষণে বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি দাঁড়াতেই বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কেউ কেউ জানলা দিয়েই লাফ মারেন বলেও খবর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাস থেকে সমস্ত যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারণে প্রথমে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। তবে প্রাণে বাঁচানো গেছে যাত্রী সহ বাস চালক সকলকে।