এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ একাধিক আইনজীবীর ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে।
কুণাল ঘোষ
শেষ আপডেট: 19 May 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ একাধিক আইনজীবীর ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সোমবার সেই মামলাতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালত।
সময়ের মধ্যে কেন উত্তর দেওয়া হয়নি, এই কারণেই কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করেছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকদিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তার জবাবও এখনও পাওয়া গেল না। কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের আর্জি ছিল, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা ঠিক না। কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর জবাব বা প্রত্যুত্তর দেওয়ার জন্য আরও একটু সময় দেওয়া হোক।
আদালতের অবশ্য বক্তব্য, কাউকে জেলে পাঠানো হচ্ছে না। তাই এই বিষয়ে আর সময় দেওয়া যাবে না। এই প্রেক্ষিতে নির্দেশ, কেন জবাব দিতে এত সময় লাগছে, শুধু মুখে এটা বললেই হবে না। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি।
গত এপ্রিল মাসে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করেন শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ। সেই ঘটনাতে তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। অভিযোগের সুরে বলেছিলেন, ''যারা লড়াই করে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে শাসক দল দুর্নীতির পক্ষে যারা আছেন তাঁদের লেলিয়ে দিচ্ছে।'' যারা প্রতিবাদ করছিলেন তাঁদের বক্তব্য ছিল, বিকাশ ভট্টাচার্যের মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন। এরই প্রতিবাদ জানাতেই বিক্ষোভ কর্মসূচি।