শেষ আপডেট: 6th December 2018 07:51
ভোটের আগে চার লক্ষ লিটার বেআইনি মদ উদ্ধার তেলঙ্গনায়, বাজেয়াপ্ত কোটি কোটি টাকা
দ্য ওয়াল ব্যুরো: ভোটের একদিন আগেও তেলঙ্গনায়া জারি পুলিশ অভিযান। বোতল ভর্তি বেআইনি মদেই ছেয়ে গিয়েছে রাজ্যটি। যা বাজেয়াপ্ত করতে গিয়ে দিশেহারা তেলঙ্গনা পুলিশ। শুক্রবার অর্থাৎ আগামিকাল তেলঙ্গনায় বিধানসভা ভোট। তার আগে ৪ লক্ষ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবারও চলছে তল্লাশি অভিযান। তাই উদ্ধারের পরিমান যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই বলে দাবি করছে পুলিশ। শুধু ৪ লক্ষ লিটার মদ নয়, বুধবার পর্যন্ত গোটা তেলঙ্গনা জুড়ে ৮৬.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজও চলছে সমান তালে। বুধবার রাত পর্যন্ত যা ৮ হাজার ছাড়িয়েছে। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জীতেন্দ্র জানাচ্ছেন, বিধানসভা ভোটের একদিন আগেও রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলছে পুলিশের অভিযান।টাকা, আগ্নেয়াস্ত্র বাজেযাপ্ত হলেও, বেআইনি মদের দোকান, বোতল ভর্তি মদ উদ্ধারের কাজ এখনও চলছে। যা চিন্তার কারণ। তবে, বৃহস্পতিবার রাতের মধ্যেই সমস্ত বেআইনি মদের দোকান, মদের বোতল বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। কেন আচমকা সরানো হল দুই সিবিআই কর্তাকে, জানতে চায় সুপ্রিম কোর্ট শুক্রবার তেলঙ্গনার মোট ৩২,৫৭৪টি বুথে হবে ভোট। এর মধ্যে ৪০০০টি স্পর্শকাতর (মাওবাদী প্রভাবিত) এলাকা বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যে বেআইনি কার্যকলাপ রুখতে গত তিন মাসে জামিন অযোগ্য ধারায় ১১ হাজার টি মামলার নিষ্পত্তি করেছে তেলঙ্গনা পুলিশ। নির্বাচনের ফল প্রকাশের আগে তেলঙ্গনাকে বেআইনি কার্যকলাপ মুক্ত রাখার চেষ্টায় তৎপর প্রশাসন।১১ ডিসেম্বর নির্বাচনের ফল প্রকাশ।