শেষ আপডেট: 8th April 2023 18:25
দ্য ওয়াল ব্যুরো: একটা দলের ডাগআউটে বসে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা। তাঁদের ক্রিকেট বুদ্ধিও জেতাতে পারছে না দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। ফের হার তাদের। শনিবার রাজস্থানের (RR vs DC) কাছে হারল ৫৭ রানে।
দিল্লি দলকে দেখে বোঝা যাচ্ছে না কবে তারা জিতবে। দলগত মুন্সিয়ানা বলতে যা বোঝায়, সেটাই ঘটছে এই দলের। ব্যক্তিগত দক্ষতার চেয়ে টিম গেম অনেকবেশি কার্যকরী। তাই রাজস্থান সেইভাবেই গুয়াহাটির মাঠে জিতল অনায়াসেই। তারা প্রথমে ব্যাটিং করে তুলেছিল ১৯৯/৪, বিনিময়ে দিল্লি করতে পেরেছে ১৪২/৯।
গুয়াহাটির মাঠে এদিন রাজস্থান ব্যাটে-বলে মাত করে দিয়েছে। তারা টসে হেরে প্রথমে ব্যাটিং নিয়ে হোম ম্যাচে দুর্দান্ত খেলেছে। তাদের দলের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (৩১ বলে ৬০) ও জস বাটলার (৫১ বলে ৭৯) দারুণ শুরু করার পরে আর কিছু করার ছিল দিল্লির বোলারদের। তাদের হয়ে বাংলার বোলার মুকেশ কুমার দুটি উইকেট তুলেছেন। বাকি বোলাররা একেবারেই সাদামাঠা।
তার মধ্যে সিমরন হেটমায়ারের ২১ বলে ৩৯ রান বিশেষ প্রশংসার দাবি রাখে। দিল্লি ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে। খেলার প্রথম ওভারে চার বলের মধ্যে দুই উইকেট পড়ে যায়। প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ (০), মণীশ পাণ্ডে (০)। তাদের হয়ে একা লড়াই করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি করেছেন ৫৫ বলে ৬৫ রান। পাশাপাশি ললিত যাদব ৩৮ রান করে দলের মুখরক্ষা করেছেন।
রাজস্থানের হয়ে পেসার ট্রেন্ট বোল্ট তিন উইকেট নেন। এমনকী দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও চাহাল তিনটি করে উইকেট নিয়ে দলকে মসৃণ জয় এনে দেন। চাহাল গত ম্যাচেও চার উইকেট নিয়ে নায়ক বনেছিলেন।
এদিন আবার দিল্লি ব্যাটিং ইনিংসের শেষে একটি ঘটনা ঘটেছে। ওয়ার্নারের ক্যাচ যশস্বী ধরলেও তিনি ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন। নিয়মে রয়েছে, সবসময় ৩০ গজ বৃত্তের মধ্যে থাকতে হবে চার ফিল্ডারকে। সেইসময় রাজস্থানের ছিল তিন ফিল্ডার। যশস্বী ক্যাচ ধরার সময় বৃত্তের বাইরে চলে যান।
আইপিএলের জনপ্রিয়তা কি কমছে, টিকিটের চাহিদা থাকলেও টিভি দেখছেন না অনেকেই