শেষ আপডেট: 11th December 2023 12:00
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই আতঙ্কের প্রহর গুনছিলেন কুলতলির মানুষজন। জঙ্গল এবং লোকালয়ের ভিতর একাধিক জায়গায় মিলেছিল বাঘের পায়ের ছাপ। তারপর থেকেই দক্ষিণরায়ের আতঙ্কে কার্যত ঘুম উড়েছিল এলাকাবাসীদের। বনকর্মীদের খবর দিয়েও লাভ হয়নি। ছাগলের টোপ, ড্রোন ক্যামেরার নজরদারি, সব এড়িয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল রয়্যাল বেঙ্গল। অবশেষে সোমবার আতঙ্কের অবসান। নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে আজমলমারির জঙ্গলে ফিরে গেল সেই বাঘ।
শুক্রবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পর থেকেই তুমুল আতঙ্ক ছড়িয়েছিল। এমনিতে সুন্দরবনের মানুষ বাঘের পড়শি, ডোরাকাটার বিপদ মাথায় করেই তাঁদের জীবনযাপন। কিন্তু মাঝে মধ্যেই সেই সহাবস্থান শান্তিপূর্ণ থাকে না। নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে পড়েন অনেকেই, হাঁস-মুরগি চুরি তো নিত্যদিনের ঘটনা। বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই তাই ঘুম উড়েছিল মৈপীঠের বাসিন্দাদের।
বন দফতরে খবর দেওয়া হয়। বাঘ ধরতে খাঁচা নিয়ে হাজির হন বনকর্মীরা। কিন্তু ছাগলের টোপ দিলেও সেই ফাঁদে পা দেয়নি বাঘ। কোথায় সে রয়েছে তা জানতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চলছিল। মাঝে মধ্যে রয়্যাল বেঙ্গলের দেখা মিললেও তার নাগাল পাওয়া যাচ্ছিল না। সকলের চোখে ধুলো দিয়ে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিল সেটি। তার আতঙ্কে গাছে উঠে বসে ছিলেন বনকর্মীরা।
তবে সোমবার শেষমেশ শান্তি মিলেছে। জানা গেছে, এদিন সকালে মাকরি নদীতে ঝাঁপ দেয় বাঘটি। তারপর সাঁতরে পাড়ে উঠে আজমলমারির জঙ্গলে ঢুকে যায় সেটিও। বাঘ গ্রামছাড়া হতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মৈপীঠের মানুষজন।