শেষ আপডেট: 14th March 2025 10:25
দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি চিটফান্ডের মামলায় (Rose Valley Chit Fund Case) বিনিয়োগকারীদের ৪৫০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি (ED)।
সম্প্রতি এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। তারপরই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই আমানতকারীরা তাঁদের ফিক্সড ডিপোজিটের (FD) টাকা ফেরত পেয়ে যাবেন বলে ইডি সূত্রে জানানো হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩২,৩১৯টি দাবির ভিত্তিতে প্রায় ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আরও আমানতকারীর দাবির পর্যালোচনা ও যাচাই-বাছাই করে অর্থ ফেরত দেওয়ার কাজ চলছে।
ইডি সূত্রে জানা গিয়েছে বাজার থেকে মোট সাড়ে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল রোজভ্যালি। ২০১১ সালের পর থেকেই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর ২০১৫ সালে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। এখনও তিনি জেলেই রয়েছেন।
তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে মোট ৭০ কোটি ১১ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মন্দারমণিতে রোজভ্যালির যে রিসর্ট ছিল, তা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে মহিষাদলের এক একর জমিও। রাজারহাট নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের এক একর জমি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তিনটি সংস্থার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে বলেও তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে। প্রায় সাড়ে ১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে এই তিনটি অ্যাকাউন্ট থেকে। মুম্বইয়ে একটি তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।
ইডি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম ও ত্রিপুরার মতো রাজ্যেও আর্থিক প্রতারণা চালিয়েছিল গৌতম কুন্ডুর সংস্থা।