শেষ আপডেট: 10th March 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: কুণাল ঘোষের পর মদন মিত্র! খেলার মাঠের লড়াই এবার তৃণমূলের অন্দরে!
রবিবার অধিনায়কোচিত ইনিংস খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে জিতিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তারপরই রোহিতের হয়ে ব্যাট ধরতে গিয়ে আক্রমণকারীদের 'মূর্খের দল' বলে সম্বোধন করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)।
মদন কারও নাম উল্লেখ করেননি। যেমন ভারতের জয়ের পরও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও কারও নাম উল্লেখ করেননি। তবে পোস্টে লিখেছেন, 'রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য !!!!!'
স্বভাবতই অনেকে বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। কারও কারও মতে, নাম না করে কুণালের মতো মদনও সৌগতকেই নিশানা করেছেন।
কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, "অনেকে মনে করেন রোহিত শর্মার সময় হয়ে এসেছে. তাকে বাদ দেওয়া উচিত, এমন লোকগুলো সম্পর্কে বেশি কিছু না বলাই ভাল। এরা মূর্খের দল! রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন।"
এ সময় মদনকে মনে করিয়ে দেওয়া হয়, তাঁর দলেরই সাংসদ সৌগত রায় রোহিত শর্মা সম্পর্কে নানাবিধ কটূ মন্তব্য করেছেন। যার জবাবে মদনের খোঁচা, "উনি কী কারণে বলেছেন সেটা বলতে পারব না! হতে পারে, উনি নিজে খেলতেন কিনা, বা দায়িত্ব নিতেন, সেটা দেখতে হবে।"
একই সঙ্গে এও বলেন, "এই সব খেলোয়াড়দের বিষয়ে মন্তব্য না করাই ভাল। এর অসাধু প্রভাব পড়তে পারে জনমানসে।"
এর আগে কুণাল ঘোষের কটাক্ষের প্রসঙ্গে জানতে চাওয়া হলে এদিন সকালে সৌগত রায় বলেন, "আমি সোশ্যাল মাধ্যম দেখি না। কে কী লিখল, তা নিয়ে আমার কোনও কৌতূহল নেই। তখন ভাল খেলেনি, তাই দর্শক হিসেবে সমালোচনা করেছিলাম। এখন ভাল খেলেছে, প্রশংসা করছি।" একই সঙ্গে সৌগতর কথায়, "তবে রোহিতের অত তাড়াহুড়ো করা উচিত হয়নি। তা না হলে তো ওভাবে স্ট্যাম্প আউট হতে হয় না!"
পর্যবেক্ষকদের অনেকের মতে, রোহিত উপলক্ষ্য মাত্র। তাঁদের মতে, সুযোেগ পেলেই সৌগতকে খোঁচা দেন কুণাল-মদনরা। অতীতে এমন একাধিক নজিরও রয়েছে।