শেষ আপডেট: 3rd May 2023 18:47
দ্য ওয়াল ব্যুরো: মোহালির মাঠে মুম্বই জিতলেও রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের। তিনি শূন্য রানে আউট হয়েছেন। চলতি আইপিএলে (IPL) রোহিতের ফর্মে ধারাবাহিকতা নেই। তিনি কোনও সময় রান করছেন, আবার কোনও সময় ফিরে যাচ্ছেন দ্রুতই।
রোহিত তার মধ্যে বুধবার একটি গণ্ডগোলও করেছেন। তিনি টসে জিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানকে জিজ্ঞাসা করেন, কী রে, আমি টসে জিতে কি নেব, ব্যাটিং না বোলিং? শিখর যেই বোলিংয়ের কথা বলেন, সেইসময় রোহিতও বলে দেন, তা হলে আমি বোলিংই করব।
এর আগে আইপিএলে এমনটা হয়নি। এই টুর্নামেন্ট যে প্রকৃত অর্থের ফান গেম, সেটি রোহিত আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে শিখরের সম্পর্ক খুবই ভাল। তার মানে এই নয় যে তিনি বিপক্ষ দলনেতার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কোটিপতি লিগে টসে জিতলে কী নেবেন, তা ঠিক করবেন!
রোহিতের কাছে আইপিএল একেবারেই মজার একটা খেলা। তিনি সেটি বারবার প্রমাণ করেছেন। কিন্তু যারা অর্থ লগ্নি করছেন, তারাই বা শুনবেন কেন? তাই মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি যদি রোহিতকে সরিয়ে সূর্যকুমার যাদবকে দলনেতা বানিয়ে দেন, তাতে অবাকের কিছু থাকবে না।
এমনিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন গাভাসকার সহ বিভিন্ন বিশেষজ্ঞরা। কেননা আইপিএল শেষ করেই জুনে ভারতীয় দল টেস্টের বিশ্বকাপ ফাইনাল খেলতে যাবে।
রোহিতের পরে মুম্বই দলের আধিকারিকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। তাই রোহিত নিজে যদি অধিনায়ক পদ থেকে আব্বুলিস দেন ভাল, না হলে তাঁকে সরিয়ে কাউকে বেছে নিতে পারেন নীতারা। তাই সাবধান হিটম্যান!
মোহালিতে রাতে ‘সূর্যোদয়’! ঈশান, তিলকদের ব্যাটে দুরন্ত জয় মুম্বইয়ের