শেষ আপডেট: 16th June 2023 16:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তে দীর্ঘ ছুটি। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সব ক্রিকেটারই যে যাঁর মতো ছুটি কাটাতে বেরিয়ে গিয়েছেন।
দলের অধিনায়ক রোহিত শর্মাও তাই। তিনিও সমুদ্রের কোনও দেশে ছুটি কাটাতে চলে গিয়েছেন পরিবার নিয়ে। এর মধ্যে আবার স্ত্রীর মোবাইল জলে পড়ে যাওয়ায় তিনি নেমে সেটি কুড়িয়ে এনে সহধর্মিনীর বাহবাও পেয়েছেন।
১২ জুলাই থেকে ক্যারিবিয়ান সফর শুরু হবে। ভারত খেলবে দু’ ম্যাচের টেস্ট সিরিজ, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি ২০। রোহিত ইতিমধ্যেই ছুটির আবেদন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে। মনে করা হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে। তিনি অন্তত ৪৫ দিনের ছুটির আবেদন করেছেন বোর্ডের কাছে।
রোহিত টানা ম্যাচ খেলছেন আইপিএল থেকে। এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁকে বেশ ক্লান্ত দেখিয়েছে। তিনি বহুদিন ধরেই ছুটির কথা বলে এসেছেন বোর্ডকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে রোহিত ঠাসা সূচির কথাও বিশেষভাবে বলেছেন।
রোহিত শুধু নন, পাশাপাশি কোহলি, সামিরাও ছুটি পেতে পারেন। সেক্ষেত্রে ওয়ান ডে দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। রোহিত টেস্ট সিরিজে না খেলতে পারলে তাঁর বিকল্প হিসেবে হার্দিকই হয়তো টেস্ট দলের অধিনায়ক হয়ে যেতে পারেন। তার মধ্যে অবশ্য জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ারও দলে ফিরে আসবেন চোট কাটিয়ে।