শেষ আপডেট: 2nd September 2023 11:28
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। আর খেলার শুরুতেই যেন বেশ খানিকটা পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। পঞ্চম এবং সপ্তম ওভারে পাকিস্তানের (Pakistan) তারকা পেসার শাহিন আফ্রিদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)।
শ্রীলঙ্কার পাল্লাকেল্লা স্টেডিয়ামে এই ম্যাচ বারবার বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। আর তাতেই রোহিতদের মনঃসংযোগ নষ্ট হয়েছে বলে মনে করছেন একাংশ। এরপর শ্রেয়স আইয়ার মাঠে নেমে হাল ধরার চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। ১০ ওভারের মাথায় হ্যারিস রউফের বলে আউট হন তিনিও।
এদিন খেলা শুরুর পর পঞ্চম ওভার শুরু হতেই বৃষ্টি নামে। সাময়িকভাবে থমকে যায় খেলা। এরপর আবার খেলা শুরু হওয়ার পর ওই ওভারেই আউট হন রোহিত। 'হিটম্যান'কে বোল্ড আউট করেন শাহিন আফ্রিদি। সপ্তম ওভারে বল করতে এসে ভারতকে ফের ধাক্কা দেন এই পেসার। তুলে নেন কোহলির উইকেটও। পরপর দুই তারকা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন শ্রেয়স আইয়ার। বেশ কয়েকটি চার মারেন। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। দশম ওভারে হ্যারিস রউফের বলে তিনি ক্যাচ তুলে দেন। এরপর গিলকে সঙ্গ দিতে আসেন ঈশান কিষাণ। তবে এরপর আর বেশিক্ষণ খেলা হয়নি। দ্বাদশ ওভার চলার সময় আবার বৃষ্টি নেমে বন্ধ হয়ে যায় খেলা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খেলা সাময়িকভাবে বন্ধই রয়েছে। খেলার ফলাফল ১১.২ ওভারে ৫১ রান।
বৃষ্টিবিঘ্ন পাল্লাকেল্লাতে টস জিতে ব্যাট করবে ভারত! কেমন দল সাজালেন রোহিত