শেষ আপডেট: 12th September 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে ক্রিকেটে দশ দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান (Sixth Indian) হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার ভারত অধিনায়ক করেছেন ৪৮ বলে ৫৩ রান। যার মধ্যে রয়েছে সাতটি বাউন্ডারি ও দুটি ছয়। রোহিতের এটি ৫০তম ওয়ান ডে ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Surpass Ten thousands ODI Runs)।
এর আগে যে পাঁচ ভারতীয় ব্যাটার এই নজির স্পর্শ করেছেন, তাঁরা হলেন, শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। দ্রুততম ১০ হাজার রান করার ক্ষেত্রে এতদিন কোহলির নাম ছিল। তিনি ২০৫টি ইনিংসে করেছিলেন এই রান।
রোহিত চলতি এশিয়া কাপে দারুণ ফর্মে বিরাজ করছেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে তিনি ব্যর্থ হওয়ার পর থেকে টানা তিন ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করে ভারত অধিনায়কও সমানভাবে আলোচনার শিরোনামে রয়েছেন। তাঁর নেতৃত্বও প্রশংসিত হচ্ছে বিশেষজ্ঞমহলে। তিনি বাউন্ডারি মেরে দশ হাজার রানের মাইলফলকে পা দিয়েছেন।
আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ, ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে ফরাসি মিডফিল্ডার পল পোগবা