শেষ আপডেট: 11th August 2023 04:11
দ্য ওয়াল ব্যুরো: আর দুই মাসও বাকি নেই ওয়ান ডে বিশ্বকাপের। তার আগে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চিন্তায় পড়ে গিয়েছেন দলের চারনম্বর ব্যাটার পেলেন না বলে। শুধু তাই নয়, তিনি যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) জন্য আক্ষেপ করছেনও।
রোহিত বলেছেন, যুবি অবসর নেওয়ার পরে দলের চার নম্বর ব্যাটার পেলাম না। অথচ এটা দলের খুব গুরুত্বপূর্ণ পজিশন।
যুবরাজ সিং ব্যাটিংয়ের পাশে বোলিং ও দারুণ ফিল্ডিংও করতেন। তিনি ছিলেন ভাল একজন অলরাউন্ডারও। ২০১৯ সালের বিশ্বকাপে বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, দীনেশ কার্তিকের মতো একাধিক ক্রিকেটার ৪ নম্বরে নেমেছিলেন। গত চারবছরে এই ব্যাটিং অর্ডারে নির্ভরযোগ্য কাউকে পাওয়া যায়নি।
রোহিত এক অনুষ্ঠানে পরিষ্কার বলেছেন, ‘চার নম্বর পজিশন দীর্ঘ দিন ধরে আমাদের কাছে একটি বড় সমস্যা। যুবির পরে কেউ এসে ওই পজিশনে থিতু হতে পারেনি। কিন্তু দীর্ঘদিন ধরে শ্রেয়স ওই পজিশনে ব্যাটিং করছিল। সফল হতেও শুরু করেছিল। ওর পরিসংখ্যানও ভাল। কিন্তু, দুর্ভাগ্যবশত চোট পেয়ে ছিটকে গেল। সেই চোট ওকে বেশ ভোগাচ্ছে।’
রোহিত জানিয়ে রেখেছেন, সামনের ওয়ান ডে বিশ্বকাপে সফল হতে গেলে দলের চারনম্বর পজিশনে ভালমানের ব্যাটার চাই। যে কিনা দলকে টানতে পারবে। ২০১১ সালের বিশ্বকাপে যুবরাজ এই পজিশনে খেলে দলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সেটিও মনে করিয়েছেন রোহিত।
ময়দানে ফের চেনা ছবি, ডার্বির আগে ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহন সচিবের