শেষ আপডেট: 7th May 2023 03:40
দ্য ওয়াল ব্যুরো: তিনি একেবারে 'টিপিক্যাল' মুম্বইবাসী। সতীর্থদের মতে, তাঁর কথার ধরণ, খাওয়াদাওয়া, চালচলন সবেতেই মুম্বই-ছাপ স্পষ্ট। আইপিএলেও (Indian Premier League) সেই ২০১১ সাল থেকে তিনি আছেন মুম্বই দলে। এহেন মুম্বই ইন্ডিয়ানস (MI) তারকা ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বঙ্গ সিপিএমের মতই আইপিএলে নতুন নজির গড়ে দিয়েছেন। সবচেয়ে বেশি শূন্য করার!
ভাবা যায়? তিনি রোহিত শর্মা! তাঁর নামের পাশেই অক্লেশে বসে 'হিটম্যান'। তাঁর ব্যাট কথা বলতে শুরু করলে গ্যালারিতে শোনা যায় শুধুই গর্জন আর বিপক্ষে নামে হিরণ্ময় নীরবতা। অথচ এবারে সেই রোহিত শর্মারই সময়টা কিঞ্চিৎ খারাপ যাচ্ছে। পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি 'ডাক' বা শূন্য করার নজির করে ফেলেছেন তিনি। ১৬-টি।
শুধু খেলোয়াড় হিসেবে নয়। অধিনায়ক হিসেবেও নাকি এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড করে ফেলেছেন রোহিত। ১১ টি।
গত বছর থেকেই রোহিতের আইপিএল প্রায় রাজস্থানের মরুভূমির মত শুকনো খটখটে। গত বছরেও এরকমই ছিল। ২০২২ সালে গোটা সিজনে ২৬৮ রান করেছিলেন তিনি। গড় ২০-র নিচে। স্ট্রাইক রেট মেরেকেটে ১২০। এবারে যেন রাজস্থান থেকে একেবারে সাহারায় গিয়ে পড়েছে তাঁর ব্যাট। ১০ ম্যাচ খেলে রান মাত্র ১৮৪, স্ট্রাইক রেট ১২৬। গড় ১৮। 'হিটম্যান' কার্যত হয়ে পড়েছেন 'মিসম্যান'।
রোহিতের সমস্যাটা ঠিক কী? মুম্বই কোচ বাউচার খোলসা করছেন না কিছু। স্পষ্টতই, তিনি ফর্মে নেই। অথচ কলকাতার আন্দ্রে রাসেলের মতই রোহিতকে বিশাল অঙ্ক দিয়ে ধরে রেখেছে মুম্বই। ১৬ কোটি। কিন্তু অত টাকা এখনও অবধি কিছুই 'লাভ' ঘরে আনতে পারল না। রোহিত-ভক্তরাও হতাশ। হর্ষ ভোগলে অবধি ট্যুইট করেছেন, 'রোহিত আর আইপিএলের গল্পে একটা 'রিবুট' দরকার মনে হচ্ছে…'
এখন পুরনো কথাই ভরসা। হতাশ রোহিত-ভক্তরা একদিকে আলোচনা করছেন 'কীসব দিন ছিল তখন' নিয়ে। অন্যদিকে রোহিতের সম্ভাব্য স্কোর আন্দাজ করছেন ট্যুইটারে। কেউ ২, কেউ ৩। জনৈক ভক্ত রোহিতের স্কোর একেবারে খাপে খাপ আন্দাজ করে শোরগোল ফেলে দিয়েছেন। গত ৩০ এপ্রিল রাজস্থান রয়্যালসের সঙ্গে মুম্বইয়ের ম্যাচের আগে 'বিশাল' নামক এক ভক্ত আন্দাজ করেছিলেন, 'গত বছর জন্মদিনে রোহিত ৫ বলে ২ করেছিলেন। এবারে তাহলে নিশ্চয়ই ৫ বলে ৩ করবেন'। দেখা গেল, সেটাই হয়েছে, রোহিত একেবারে ৫ বলে ৩ রান করেই আউট হয়েছেন।
ভারতীয় দলে রোহিত তাঁর ভুলো মনের জন্য 'কুখ্যাত'। তিনি প্রায়ই বিমান থেকে নামার মুখে ল্যাপটপ, আইপড, পার্স, ব্যাগ ইত্যাদি ফেলে আসেন, হোটেল থেকে বেরনোর সময় পাসপোর্ট ভুলে চলে আসেন। একদা রোহিতের পাসপোর্ট উদ্ধার করতে দলের ম্যানেজারকে বিস্তর বেগ পেতে হয়েছিল। এবার কি তাহলে রোহিত বড় রান করতেই ভুলে গেলেন? আপাতত এই জল্পনাতেই বিষণ্ণ তাঁর ভক্তরা।
ছেলেবেলার কোচকে দেখে প্রণাম কোহলির, ব্যাটে গড়লেন বিরাট-নজির, দেখুন ভিডিও