শেষ আপডেট: 30th August 2023 10:41
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup) স্কোয়াডে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহলের (Yuzvendra Chahal)। এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনেও একই প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma)। কুলদীপ যাদব দলে থাকলেও চাহল নেই। তাই 'কুল-চা' জুটির ম্যাজিক দেখা যাবে না এশিয়া কাপে।
ভারত এশিয়া কাপের যে দল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে ব্যাটিং বিভাগের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। নির্বাচকরা স্কোয়াডে ৩ জন স্পিনার বেছে নিয়েছেন। সেখানে কুলদীপকেই একমাত্র রিস্ট স্পিনার হিসেবে রাখা হয়েছে। এছাড়া রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে স্পিনার-অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে দলে।
রোহিত বলেন, আমাদের মধ্যে একজন লেগ স্পিনার ও অফ স্পিনার নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে আমরা প্রথম একাদশ এমন বানাতে চাইছি, যাতে ৮-৯ নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। সেই কারণেই আমরা এমন কাউকে রাখতে চাইছিলাম যে ব্যাট করতে পারবেন। সেদিক থেকে বিবেচনা করে অক্ষরকে রাখা হয়েছে। সাদা বলের ক্রিকেটে তাঁর ব্যাটে ভাল রান রয়েছে।'
নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেন, ‘চাহাল নিঃসন্দেহে অসাধারণ ক্রিকেটার। কিন্তু আমাদের একটা ব্যালেন্সড টিম প্রয়োজন। তাই দু’জন রিস্ট স্পিনারকে দলে নেওয়াটা কঠিন।’
বড় টুর্নামেন্ট থেকে চাহলের বাদ পড়া এই প্রথম নয়। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না চাহাল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে দলে থেকেও একটি ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি। এবার এশিয়া কাপেও দেখা যাবে না তাঁকে। এখন দেখার একদিনের বিশ্বকাপের জন্য চাহলের দরজা খোলে কিনা?
আরও পড়ুন: চোটের সমস্যায় ভুগছেন রাহুল, স্কোয়াডে থাকলেও খেলতে পারবেন কিনা সন্দেহ! বিকল্প কী