শেষ আপডেট: 5th February 2022 18:25
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দিব্যি মেজাজে রয়েছেন। তিনি ওয়ান ডে দলের নেতা হিসেবে প্রথম কোনও সিরিজে নামবেন। তাঁর অধিনায়কত্বে প্রথম মাঠে নামবেন বিরাট কোহলি। রোহিত অনুশীলনে বক্তব্য রাখতে গিয়েও নজর কেড়েছিলেন। এবার রোহিত হোটেলের ঘরে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের সঙ্গে নেচে আসর জমিয়ে দিয়েছেন। রোহিত নিজেই ফেসবুকে সেটি পোস্ট করেছেন। সেটি মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। রোহিতের নাচ এর আগেও দেখা গিয়েছে। তিনি ভালই নাচেন। ভারতীয় শিবিরে অবশ্য নাচের দিক থেকে সবচেয়ে পারদর্শী শ্রেয়স আইয়ার। তিনি রীতিমতো প্র্যাকটিসও করেন। এর আগেও শ্রেয়সের সঙ্গে রোহিতকে নাচতে দেখা গিয়েছিল জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে। এবার ভুবনের বহুল প্রচারিত গান কাঁচা বাদামের গানের সঙ্গে নেচে রোহিত ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছেন। রোহিত নেচে নিজেই হেসে ফেলেছেন। ভুবনের এই জনপ্রিয় সুরের গান দেশ-বিদেশের গণ্ডি ছাড়িয়ে নানা জায়গায় চলে গিয়েছে। আমেরিকা, আফ্রিকাতেও গান গাইছেন এটি, এমনকি নাচছেনও। ভুবনকে দেখা যাবে ওই গান নিয়ে দাদাগিরির মঞ্চেও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে ওই অনুষ্ঠান নিয়ে শুটিংও করে গিয়েছেন বীরভূমের গ্রাম থেকে এসে। দাদাগিরিতে সেটি সম্প্রচার হবে ২০ ফেব্রুয়ারিতে।