শেষ আপডেট: 11th July 2023 17:57
দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান মাটিতে বুধবার থেকে টেস্ট শুরু হতে চলেছে। ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো সেই মানের দল নয়। তাও বাউন্সি ও গতিসম্পন্ন পিচে ভারতীয় ব্যাটাররা কেমন খেলেন, সেই নিয়ে কৌতূহল রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে এইপ্রথম টেস্টের আসরে নামছেন রোহিত (Rohit Sharma) -বিরাটরা। এবার দলে কিছু রদবদল এসেছে। দলের হয়ে ওপেন করবেন অভিষেক টেস্টে নামা যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), যিনি এবার আইপিএলে ধামাকা পারফরম্যান্স করে দলে এসেছেন। রোহিতের সঙ্গে ওপেন করবেন মুম্বইয়ের উঠতি তারকা।
শুভমান গিল তাঁর ওপেনিং স্লট হারাচ্ছেন, তিনি নামবেন চেতেশ্বর পূজারার তিন নম্বর জায়গায়। গিলের পরে নামবেন বিরাট কোহলি। তারপরে অজিঙ্ক্যা রাহানে, যিনি আবার দলের সহ অধিনায়কও।
উইন্ডসর পার্কের এই ম্যাচে ভারতীয় দল দুটি স্পিনার নিয়ে নামবেন। জাদেজা ও অশ্বিন খেলবেন। দলে মোট পাঁচজন পেসার রয়েছেন। তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, শার্দূল ঠাকুর, নভদীপ সাইনি ও জয়দেব উনাদকাট। এর মধ্যে তিনজনের খেলার সম্ভাবনা রয়েছে। খেলতে পারেন উনাদকাট, সিরাজ ও শার্দূল। এবারের দলে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড। তাঁর অবশ্য প্রথম এগারোয় স্থান পাওয়া কঠিনই।
সৌরভ-ঝুলনদের প্রস্তাব এমসিসি-র সভায়, ওয়ান ডে ক্রিকেট অনেক কমানো হোক