শেষ আপডেট: 8th August 2023 17:27
দ্য ওয়াল ব্যুরো: বহু টালবাহানার পরে অবশেষে হচ্ছে এশিয়া কাপ। এবার হাইব্রিড মডেলে খেলা হবে। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাতেও প্রতিযোগিতা হবে। ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কায়। সম্প্রতি মুম্বাইতে স্পনসরদের অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয়, আপনারা তো পাকিস্তানের (Pakistan team) বিরুদ্ধে খেলবেন এশিয়া কাপে (Asia cup)। তাদের কোন বোলাররা ভাল বলে মনে করেন?
রোহিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়ে দেন, পাকিস্তানের সব বোলারই ভাল। আমি আলাদাভাবে কারও নাম নেব না। আমি দেখেছি এতে অনেক বিতর্ক হয়।
রোহিত এখানেই শেষ না করে বলতে থাকেন, আমি হয়তো কারও নাম বলব, অন্য কারও খারাপ লাগতে পারে। আমি এই বিতর্ক চাই না একদমই। তাই এসব বলব না বাবা!
রোহিতের এই কথা শুনে সামনের সারিতে বসা স্ত্রী ঋতিকা সাজদে হাসতে থাকেন মাথা নিচু করে। এমনকী প্রেক্ষাগৃহে বসে থাকা সবাই হইহই করে ওঠেন।
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। টি ২০ সিরিজ চলছে। কিন্তু জাতীয় দলের হয়ে টি ২০ ম্যাচ ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা অনেকদিন ধরেই খেলেন না। ছুটির মেজাজ রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়ররা।
এশিয়া কাপে ভারত ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টে তিনবার সাক্ষাৎ ঘটবে দুই দলের। কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে স্টার স্পোর্টসে রোহিত বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। ওদের হারাতে গেলে আমাদের সেদিন সেরাটা দিতে হবে।
ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের সঙ্গে আসছেন এক সাইকোলজিস্ট! জানেন কেন