শেষ আপডেট: 11th June 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে আইসিসি-কে একহাত নিলেন রোহিত শর্মা। তিনি খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিয়েছেন, এভাবে ফাইনাল খেলতে আসার কোনও মানে হয় না। আরে বাবা, আমরাও তো মানুষ। আইপিএল শেষ হয়েছে মে মাসের একেবারে শেষে। তারপর ৭ জুন থেকে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। এভাবে প্রস্তুতি ছাড়া মেগা টুর্নামেন্ট খেলতে এলে এমনই হবে।
রোহিত জানিয়েছেন, একটা ম্যাচের ভিত্তিতে কোনও দলকে হেরো বলে দেওয়া যায় না। আমরা সারাবছর ধরে ভাল ক্রিকেট খেলেছি। সেখানে একটা ফাইনালের হিসেবে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা ঠিক নিয়ম নয়। আমার মনে হয়, তিন ম্যাচের ফাইনাল হলে দুটি দলের ক্ষেত্রে ন্যায়বিচার হবে। আর প্রতিবার জুনেই ফাইনাল হতে হবে, আর সেটি ইংল্যান্ডে, তারও কোনও মানে নেই। এই ফাইনাল মার্চ মাসে আইপিএলের আগেও করা যেতে পারে। আর সেটি বিশ্বের অন্য মাঠে হলেও ক্ষতি নেই।
তিন ম্যাচের ফাইনাল হোক
আইপিএলেও বেশি ক্যামেরা ব্যবহার হয় যে কোনও ম্যাচে। আর টেস্টের বিশ্বকাপে ক্যামেরা সব কোনে নেই। যে কারণে গিলের আউটটা যে ভুল ছিল, সেটি ধরাই পড়ল না। এই ধরনের সিদ্ধান্তগুলি এসব ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দেয়। আর এসব ক্ষেত্রে আম্পায়ারদের আরও দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাঁরা সেটি নিলে আমাদের এভাবে ভুগতে হতো না।
দলের ব্যাটারদের বড় ভুল
এই ম্যাচে আমরা কিছু করতে পারলাম না, তার কারণ হল, দলের ব্যাটারদের ব্যর্থতা। প্রথম ইনিংসে আমরা মোটেও ভাল ব্যাট করিনি। সেটা বড় ফারাক গড়ে দিল। আমাদের ব্যাটাররা বাজে শট নিতে গিয়ে আউট হয়েছে। তবে আমি এই ক্ষেত্রে বলব, অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে।
মাঠে ক্যামেরা এত কম কেন?
আইপিএলেও বেশি ক্যামেরা ব্যবহার হয় যে কোনও ম্যাচে। আর টেস্টের বিশ্বকাপে ক্যামেরা সব কোনে নেই। যে কারণে গিলের আউটটা যে ভুল ছিল, সেটি ধরাই পড়ল না। এই ধরনের সিদ্ধান্তগুলি এসব ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দেয়।