শেষ আপডেট: 30th August 2023 14:09
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) যে এবার হাইব্রিড মডেলে হচ্ছে, এটাই বড় কথা (Rohit Sharma and his team has arrived in Sri Lanka)। হাইব্রিড মডেল মানে নিরপেক্ষ স্থানে খেলছে দলগুলি। অথচ মেগা আসরের আয়োজক পাকিস্তান।
ভারতীয় বোর্ড শুরু থেকে বলে এসেছে তারা পাকিস্তানে গিয়ে কোনও ম্যাচ খেলবে না। তাদের ইচ্ছাকেই মর্যাদা দিতে হয়েছে শেষমেশ। কিন্তু তাই বলে প্রতিটি দলের জার্সিতে পাকিস্তানের নাম আয়োজক দেশ হিসেবে থাকার কথা থাকলেও সেটিও রাখা হয়নি। মনে করা হচ্ছে, সেটিও ভারতীয় বোর্ডের আপত্তিতেই।
কেননা ভারতের জার্সিতে কেন পাকিস্তানের নাম থাকবে, সেই নিয়ে বিভিন্নমহলে সমালোচনা হচ্ছিল। তাই এশীয় ক্রিকেট কাউন্সিলে যেহেতু ভারতের দাপট, তাই তারা এই কাজটিও করেছে সুনিপুণভাবে।
এদিন বুধবার থেকে পাকিস্তান ও নেপালের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপের আসর। খেলাটি হচ্ছে পাকিস্তানের মূলতানে। বাবর আজম (১৫১) ও ছয় নম্বরে নেমে ইফতিকার আমেদ (১০৯) সেঞ্চুরির দৌলতে নেপালের বিরুদ্ধে পাক দল করেছে ৫০ ওভারে করেছে ৩৪২/৬।
এবারের এশিয়া কাপে গ্রুপ এ-তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান ও নেপাল। ভারতীয় দলের দুটি ম্যাচ ২ ও ৫ সেপ্টেম্বর (নেপালের বিরুদ্ধে) হবে শ্রীলঙ্কার পাল্লেকালে।
গ্রুপ পর্বের পরে সুপার ফোর। দু’টি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল সুপার ফোরে খেলবে। সেখানেও দেখা হতে পারে ভারত ও পাক দলের। সুপার ফোরে উঠলে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। বিপক্ষ সেই পাক দল। সেটিও হবে কলম্বোতে। ভারতের শেষ ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। সেই ম্যাচও হবে কলম্বোতে।