শেষ আপডেট: 19th February 2022 13:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে তা হলে বিরাট কোহলির নেতৃত্বের পর্ব শেষ হয়ে গেল! সব ধরনের ক্রিকেটেই রোহিত শর্মার ওপর ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তারা। শ্রীলঙ্কা সিরিজেও টেস্ট এবং টি ২০ দলের নেতা নির্বাচিত করা হল রোহিতকে। টি ২০ এবং ওয়ান ডে-তে আগেই রোহিত দলের অধিনায়ক হয়ে গিয়েছিলেন, এবার টেস্টেও তাঁকেই সামনে রেখে দল গড়া হয়েছে। রোহিতের নেতৃত্বে তিন ধরনের ক্রিকেটই এখন খেলতে হবে কোহলিকে। তারই মধ্যে ভারতীয় দলে ঋদ্ধিমান সাহা অতীত হয়ে গেলেন। তাঁর জন্য দরজা বন্ধ হয়ে গেল। বিরাট কোনও চমক সৃষ্টি না হলে ঋদ্ধির পক্ষে দলে ফেরা কঠিনই। ঋদ্ধির পরিবর্তে ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত। না হলে প্রথম পছন্দ হিসেবে দলে সেই ঋষভ পন্থই। এমনকি বাদ পড়লেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। ইশান্ত শর্মাকেও শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়নি। তারইমধ্যে চোট সারিয়ে দলে ফিরেছেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজারা। শনিবার শ্রীলঙ্কা সিরিজের জন্য টেস্ট দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্বাচকরা দলগঠনে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, সিনিয়রদেরও অনুবীক্ষণে রাখতে হবে। https://twitter.com/BCCI/status/1495010360176230405 জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মার প্রধান জানান, রাহানেদের রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছে। তাঁদের জন্য ভারতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, ‘‘কী কারণে বাদ দেওয়া হয়েছে, তা বলতে পারব না। সেটা নিয়ে নির্বাচক কমিটি আলোচনা করেছে। আমরা অনুরোধ করেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। রঞ্জি ট্রফি খেলতে বলেছি।’’ চেতন বলেন, ‘‘আমরা ওই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই তাঁকে দল থেকে বাদ দিয়েছি। কেউ যেন ভেবে না নেয়, তাঁদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ। পারফরম্যান্স করলে আবারও দলে ফিরবে।’’ ঋদ্ধির ক্ষেত্রেও তাঁকে রঞ্জি খেলতে বলা হয়েছে। কিন্তু বাংলার নামী উইকেটরক্ষক আবার রঞ্জি খেলবেন না, জানিয়ে দিয়েছে সিএবি-কে। সেই নিয়েও বিতর্ক রয়েছে। জাতীয় দলের নির্বাচকপ্রধান বলেন, ‘‘ঋদ্ধিমান কেন রঞ্জি খেলছে না, সেটি বাংলার নির্বাচকরা বলতে পারবেন। আমরা সকলকেই জাতীয় দলের খেলা না থাকলে রঞ্জি বা ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে থাকি।’’ বাকি তিনজনের ক্ষেত্রে কোনও বিতর্ক না থাকলেও ঋদ্ধিকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ম্যাচে সুযোগ পাননি। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু অর্ধশতরান করেছিলেন। টেস্ট দল: রোহিত শর্মা (অধিঃ), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, যশপ্রিৎ বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার। টি২০ দল: রোহিত শর্মা (অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, যশপ্রিৎ বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।