শেষ আপডেট: 7th June 2022 17:47
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বুদ্ধিজীবীদের মধ্যেও নানান রকমের অভিমত রয়েছে। কেউ বলছেন আরও আগে গ্রেফতার করা উচিত ছিল। কেউ আবার বলছেন রোদ্দুরকে গ্রেফতার করা বাক স্বাধীনতার টুটি টিপে ধরা। এ ব্যাপারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ভাষাবিদ পবিত্র সরকার (pabitra Sarkar) স্পষ্ট করেই জানিয়ে দিলেন, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন শব্দকে সমর্থন করেন না। সেইসঙ্গে এও বললেন, এইভাবে পুলিশি ধরপাকড়ও ঠিক হয়নি। ওঁকে সতর্ক করা যেত।
এদিন দ্য ওয়ালকে পবিত্রবাবু বলেন, "প্রকাশ্যে কারোর উদ্দেশেই অশালীন শব্দ ব্যবহারকে আমি সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারও রাজনৈতিক মতান্তর থাকতেই পারে, তাই বলে তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করা যায় না।" তবে তিনি এও বলেন, "যেভাবে পুলিশ গিয়ে গোয়া থেকে ধরপাকড় করেছে, তা না করলেও চলত। ওঁকে সতর্ক করা যেতে পারত।"
অনেকের মতে পবিত্রবাবু বোঝাতে চেয়েছেন, রোদ্দুর রায়ের কাজকে যেমন তিনি সমর্থন করেন না, তেমনই প্রশাসনের এই অতি তৎপরতাকেও তিনি ভালভাবে নিচ্ছেন না।
পবিত্রবাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কয়েকবছর আগে সেখানেই রোদ্দুর রায়ের গান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের গানের প্যারোডি করে সেই জায়গায় গালিগালাজ করা লাইন এক তরুণী আবির দিয়ে লিখেছিলেন উন্মুক্ত পিঠে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে পবিত্রবাবু বলেছেন, তিনি রোদ্দুর রায়কে আগে চিনতেন না। গত কয়েকদিন সংবাদ মাধ্যমের দৌলতে তিনি তাঁর কথা জেনেছেন।
সামগ্রিকভাবে তাঁর বক্তব্য, ভাষা যেমন সংযত হওয়া উচিত ছিল রোদ্দুর রায়ের, তেমনই রোদ্দুর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে রাজ্য সরকারেরও সংযত হওয়া উচিত ছিল।
চট্টগ্রামের অগ্নিকাণ্ড মোকাবিলায় হাসিনার সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদীর